যুক্তরাষ্ট্রে জনাকীর্ণ সমুদ্রসৈকতে গুলি, শিশুসহ আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ৩০ মে ২০২৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এবার জনাকীর্ণ সমুদ্রসৈকতে গুলির ঘটনা ঘটেছে। এতে চার শিশুসহ অন্তত নয়জন আহত হয়েছেন। সোমবার (২০ মে) রাতে ফ্লোরিডার বিখ্যাত হলিউডের কাছে এ ঘটনা ঘটে। মেমোরিয়াল ডের ছুটিতে এসময় সৈকতটিতে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশের মুখপাত্র ডেনা বেটিনেচি জানিয়েছেন, গুলিতে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি জানান, আহত চারজনের বয়স এক থেকে ১৭ বছরের মধ্যে। এছাড়া ২৫ থেকে ৬৫ বছর বয়সী আরও পাঁচজন আহত হয়েছেন। আহত একজনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সৈকতটিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর একপর্যায়ে একজন বন্দুক বের করেন এবং গুলি চালাতে শুরু করেন।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সৈকতে গুলির শব্দ শোনার পরপরই মানুষ ছোটাছুটি করতে শুরু করে।

পুলিশ প্রধান ক্রিস ও’ব্রায়েন বলেন, ঘটনার সময় ওই এলাকায় হাজার হাজার মানুষ ছিল। খবর পেয়েই কয়েক ডজন পুলিশ কর্মকর্তা তাতে সাড়া দেন। তাদের কয়েকজন কাছাকাছিই ছিলেন।

হলিউডের মেয়র জোশ লেভি একটি ফেসবুকের এক পোস্টে বলেছেন, আজকের গুলির ঘটনায় ভুক্তভোগীদের সাহায্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য ভদ্রলোক, প্যারামেডিক, পুলিশ এবং জরুরি কক্ষের চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ।

সূত্র: এপি, আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।