বানারীপাড়ায় মাহেন্দ্র উল্টে নিহত ১
বরিশালের বানারীপাড়া উপজেলায় শিমুলতলা এলাকায় মাহেন্দ্র উল্টে আব্দুল জব্বার (৭০) নামে একজন নিহত ও আরো ৩ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে বরিশাল-বানারীপাড়া সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত জব্বার নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের তারা বৌ এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে এবং তিনি ছরছীনার দরবার শরীফের মুরীদ ছিলেন।
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুম আহমেদ জানান, বরিশাল থেকে মাহেন্দ্রযোগে চার মুসুল্লী ছরছীনা দরবার শরীফের উদ্দেশ্যে রওয়ানা হন। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা মাহেন্দ্র নিহত জব্বারসহ ৪ যাত্রী বহনকারী মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি উল্টে সড়কের পাশে পড়ে যায়।
পরে তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে জব্বারকে বরিশাল মেডিকেলে প্রেরণ করা হলে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
সাইফ আমীন/আরএস