আইএসের নথিতে প্যারিস হামলাকারীদের নাম


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১২ মার্চ ২০১৬

আইএসের ফাঁস হওয়া নথিতে তিন প্যারিস হামলাকারীর নাম উঠে এসেছে। জার্মানির গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের বাতাক্লন থিয়েটারে ইগলস অফ দ্য ডেথের একটি কনসার্ট চলাকালে হামলা চালানো হয়েছিল। ওই হামলার সঙ্গে জড়িত সামি আমিমুর, ফাউয়েদ মোহাম্মেদ - আজ্জাদ এবং ওমার ইসমাইল মোস্তেফাইয়ের নাম রয়েছে আইএসের ফাঁস হওয়া নথিতে। ওই হামলায় ৯০ জন প্রাণ হারায়।

৪০টি দেশের প্রায় ২২ হাজার সদস্যের পরিচয় সম্বলিত ওই নথি জার্মানি ও ব্রিটেনের বেশ কিছু গণমাধ্যমের হাতে এসেছে। সেখানে ওই সদস্যদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য উঠে এসেছে।

ওই নথিগুলো সঠিক কীনা তা যাচাই বাছাই করছেন বিশ্লেষকরা।  বিশ্লেষকরা বলছেন, ওই তিন হামলাকারী ২০১৩-২০১৪ সালের দিকে আইএসে যোগ দিয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।