সাভারের গকুলনগর স্কুলে বার্ষিক উন্মুক্ত বাজেট পেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত গকুলনগর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত বাজেট ও বার্ষিক পরিকল্পনা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় স্কুলের সম্মেলন কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন, ভার্ক ও সিএসআইডির সহায়তায় এ উন্মুক্ত বাজেট পেশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেকেন্ডারি এডুকেশন ডিরেক্টর (শিক্ষা ভবন) অধ্যাপক মো. ইলিয়াস হোসাইন বলেন, ‘এ রকম উন্মুক্ত বাজেটের মাধ্যমে জাবাবদিহিতা ও বাজেটের কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জবাবদিহিতার একটি পর্যায় শুরু হলো। এই কর্মসূচী শিক্ষার্থীদের মাঝেও দায়িত্ববোধ সৃষ্টি করবে। শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্রেও এরকম জবাবদিহিতা চর্চা করবে।’
স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেভ দ্য চিলড্রেনের সিভিল সোসাইটি ম্যানেজার মামুনুর রশিদ, ভার্কের পরিচালক সুভাষ সাহা, গকুলনগর স্কুলের প্রধান শিক্ষক মো. ইয়াদ আলী, স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি মো. নাজমুল হক আলী প্রমুখ।
অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছে স্কুল কর্তৃপক্ষের জবাবদিহিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে এর আয়োজকরা জানান।
হাফিজুর রহমান/এনএফ/আরআইপি