সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৯ জুন ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

সব অর্থনৈতিক সূচকে ব্যর্থ পাকিস্তান

২০২২-২০২৩ অর্থবছরের চূড়ান্ত জরিপ প্রকাশ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী। এতে দেখা গেছে, সব অর্থনৈতিক সূচকেই দেশটি ব্যর্থ হয়েছে। স্পর্শ করতে পারেনি লক্ষ্যমাত্রা। ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণাকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ জুন) এই জরিপ প্রকাশ করা হয়।

পাকিস্তানে গাধা বাড়ছে

২০২২-২০২৩ অর্থ বছরের অর্থনৈতিক জরিপ প্রকাশ করেছে পাকিস্তান। এতে দেখা গেছে, দেশটিতে গাধার সংখ্যা বেড়েছে। মূলত গত কয়েক বছর ধরেই পাকিস্তানে গাধার সংখ্যা বাড়ছে। এখন দেশটিতে গাধার সংখ্যা বেড়ে ৫৮ লাখে দাঁড়িয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরে দেশটিতে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ, ২০২০-২০২১ সালে এ সংখ্যা ছিল ৫৬ লাখ, ২০২১-২০২২ অর্থবছরে আরও এক লাখ বেড়ে এ সংখ্যা দাঁড়িয়েছিল ৫৭ লাখে।

এবার উড়িষ্যায় ট্রেনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

ভারতের উড়িষ্যার নোয়াপাদা জেলায় দুর্গ-পুরী এক্সপ্রেসে আগুন লাগার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবারের (৮ জুন) রাত ১০টার পরে উড়িষ্যার নোয়াপাদায় ডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নীচে আগুন দেখা যায়। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে ওই আগুন লাগে। কোচের মধ্যে ছড়ানোর আগেই সে আগুন দ্রুত নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা

সব জল্পনার অবসান হলো। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হয়েছে। রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা এক ঘোষণায় জানিয়েছেন, আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এক দফায় ভোটগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ইতিবাচক পরিবর্তন ছাড়া মালয়েশিয়া টিকবে না: আনোয়ার ইব্রাহিম

‘মালয়েশিয়ায় পরিবর্তন দরকার। যদি তা না হয়, তাহলে দেশটি টিকবে না। আর সংস্কারের মাধ্যমেই এ পরিবর্তন আনতে হবে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক সাপ্তাহিক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। তবে প্রায়ই রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করছে ইউক্রেন। এবার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১০টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটি।

এবার গোপন নথির মামলায় অভিযুক্ত ট্রাম্প, হতে পারেন গ্রেফতার

যুক্তরাষ্ট্রের সাবেক আলোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গোপন নথির মামলায় অভিযুক্ত হয়েছেন। হোয়াইট হাউজ ত্যাগ করার পর তিনি এসব নথির অপব্যবহার করেন। মার্কিন গণমাধ্যমের বলা হয়েছে, ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি বেআইনিভাবে ধরে রাখাসহ সাতটি অভিযোগ রয়েছে।

গরমে পচে যাচ্ছে রাস্তায় পড়ে থাকা মৃতদেহ, বিপাকে বাসিন্দারা

উত্তর আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুম নিয়ন্ত্রণ নিতে সাত সপ্তাহ ধরে সেখানে সংঘাত চলছে। এই যুদ্ধ-সংঘাতের মধ্যে সেখানকার বাসিন্দারা এমন এক সমস্যার মধ্যে পড়েছেন, যা তারা আগে কল্পনাও করেন নি। শহরের রাস্তায় রাস্তায় যেসব মৃতদেহ পড়ে আছে সেগুলোর ব্যাপারে তারা কী করবেন বুঝে উঠতে পারছেন না। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সুদানে জাতিসংঘ দূত ভলকার পার্থেসকে অবাঞ্ছিত ঘোষণা

চলমান সংঘাতের মধ্যে জাতিসংঘ মিশনের প্রধান ভলকার পার্থেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সেনা সমর্থিত সুদানি কর্তৃপক্ষ। সংঘাত উসকে দেওয়ার অভিযোগে তাকে সুদানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম মুরগির মাংস পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরে

কৃত্রিমভাবে তৈরি করা এমনই মুরগির মাংস পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের হুবার’স বুচারি অ্যান্ড বিস্ট্রো রেস্তোরাঁয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বিশ্বে এটিই একমাত্র রেস্তোরাঁ, যার মেনুতে কৃত্রিম মাংস পাওয়া যাচ্ছে। রেস্তোরাঁ থেকে কয়েক মাইল দূরের শিল্পাঞ্চলে কৃত্রিমভাবে এ মাংস তৈরি হচ্ছে।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।