পাক-ভারত একে অন্যকে বুঝতে হবে
ভারত পাকিস্তানের মধ্যে যেসব সমস্যা রয়েছে তার মধ্যে অধিকাংশই একে অন্যকে বুঝতে না পারার কারণে তৈরি হয়েছে। আর এসব কারণেই ধীরে ধীরে আরো জটিল সমস্যা তৈরি হতে পারে। বৃহস্পতিবার পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরসিদ কাসুরি ‘শান্তির খোঁজে সার্বজনীন কথোপকথন’ নামের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
কাসুরি বলেন, দু`দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য দু`দেশের জন্যই অনেক সম্ভাবনা সৃষ্টি করতে পারে। কিন্তু এসব সম্ভাবনা নষ্ট হচ্ছে। কারণ ভারত পাকিস্তানকে এবং পাকিস্তান ভারতকে বুঝতে পারছে না। আর এ সমস্যা সমাধানে পাকিস্তানকে নতুন করে ভারতকে আবিষ্কার করতে হবে আবার ভারতকে নতুন করে পাকিস্তানকে আবিষ্কার করতে হবে। আর জম্মু-কাশ্মীরের মত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সমাধানে দু`দেশের সরকারকেই এগিয়ে আসতে হবে।
নেইদার এ হক নর এ ডাভ নামে নিজের লেখা বইয়ে ভারত সফরের বেশ কিছু স্মৃতি তুলে ধরেছেন কাসুরি। তিনি বলেন, সমস্যা সমাধানে দু`দেশের মধ্যে আলোচনা ছাড়া আর কোনো বিকল্প নেই। ১৯৪৭ সালের পর এ পর্যন্ত দু`দেশের মধ্যে নয়বার যুদ্ধ বা যুদ্ধের কাছাকাছি ঘটনা ঘটেছে। আর এ কারণে নিজেদের মধ্যে অস্থিতিশীল অবস্থা শেষ করার মত সামর্থ্য দু’দেশেরই আছে বলে মনে করেন কাসুরি।
টিটিএন/আরআইপি