আঞ্চলিক নির্বাচনে চ্যালেঞ্জের মুখোমুখি মরকেল


প্রকাশিত: ০৭:০৬ এএম, ১৩ মার্চ ২০১৬

জার্মানিতে আঞ্চলিক নির্বাচনে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল। শরণার্থী ইস্যু নিয়ে তৈরি নীতিমালার কারণেই চ্যালেঞ্জর মুখোমুখি হতে হচ্ছে মরকেলকে। দেশটির তিনটি অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।

এদিকে  মরকেলের ‘খোলা দরজা’ নীতির কারণে দ্য অলটারনেটিভ এন্টি ইমিগ্রেশন ফর জার্মানি পার্টি (এএফডি) ওই নির্বাচনে সহজেই জয়লাভ করবে বলে আশা করছে। কেননা ইতোমধ্যেই সীমান্ত রক্ষা এবং  বিশৃঙ্খলা বন্ধের শপথ নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তারা।

২০১৫ সালে ১০ লাখের বেশি শরণার্থী এবং অভিবাসী জার্মানিতে প্রবেশ করেছে। গত বছর ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিই সবচেয়ে বেশি শরণার্থীকে তাদের দেশে আশ্রয় দিয়েছে। শরণার্থীদের প্রতি সবচেয়ে বেশি উদারতা দেখিয়েছে জার্মান সরকার।

তবে এই শরণার্থী নীতির কারণেই নিজের দেশে রাজনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন মরকেল। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে মেরকেল শরণার্থীদের আশ্রয় দিতে গিয়ে নিজ দেশে জনপ্রিয়তা হারাচ্ছেন। বিশ্লেষকদের ধারণা কতটুকু সত্য তার প্রমাণ পাওয়া যাবে এই নির্বাচন থেকে। তাই মেরকেলের জন্য এই নির্বাচন সত্যিই খুব গুরুত্বপূর্ণ।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।