এয়ার ইন্ডিয়া

বান্ধবীকে ককপিটে বসানোয় বিপাকে দুই পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৩ জুন ২০২৩
প্রতীকী ছবি

ককপিটে বান্ধবীকে বসানোর কারণে মাসখানেক আগেই এক পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। গত সপ্তাহে দিল্লি থেকে লেহগামী ফ্লাইটে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এবারও ককপিটে এক নারীকে আমন্ত্রণ জানানো হয়। এ কারণে দুই পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এয়ার ইন্ডিয়া।

জানা গেছে, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের ককপিটে বান্ধবীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওই দুই পাইলট। এয়ার ইন্ডিয়ার এআই-৪৪৫ বিমানের ককপিটে একজন নারীকে বসানো হয়েছে বলে বিমানের ক্রুদের কাছ থেকে অভিযোগ পান এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এরপর বিমানের পাইলট এবং কো-পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সংস্থাটি।

আরও পড়ুন: স্যুটকেসে মায়ের মরদেহ নিয়ে থানায় তরুণী

এয়ার ইন্ডিয়ার এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানান, এআই-৪৪৫ বিমানের পাইলটের এক বান্ধবী নিয়ম অমান্য করে ককপিটে প্রবেশ করেছিলেন। সে কারণে পাইলট এবং কো-পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার বিষয়ে বেসামরিক বিমান পরিবহণ সংস্থা ডিজিসিএ’এর পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিসিএ বিষয়টি সম্পর্কে অবগত এবং নিয়ম মেনে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে এয়ার ইন্ডিয়া।

গত ২৭ ফেব্রুয়ারি দুবাই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের এক পাইলট তার বান্ধবীকে ককপিটে বসিয়েছিলেন। ডিজিসিএ সম্প্রতি ওই পাইলটের লাইসেন্স সাময়িক সময়ের জন্য বাতিল করেছে। এই ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ রুপি জরিমানা করেছে ডিজিসিএ।

ভারতে বিমান চলাচলের ক্ষেত্রে লেহ রুট খুবই জটিল এবং স্পর্শকাতর। এই রুট দিয়ে চলাচলের সময় নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে বানিজ্যিক বিমানের ককপিটে অননুমোদিত ব্যক্তির প্রবেশ বিমান চলাচল আইনের লঙ্ঘন বলে মনে করা হয়।

এদিকে বিমান চলাচল বিষয়ক বিশেষজ্ঞ বিপুল সাক্সেনা বলেন, পাহাড়ি এলাকা এবং দেশের প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটিগুলোর উপস্থিতির কারণে ওই রুট বেশ সংবেদনশীল। সে কারণে বিমান অবতরণের ক্ষেত্রে ভারতের মধ্যে সবচেয়ে কঠিন রুট হচ্ছে লেহ রুট।

আরও পড়ুন: অন্ত্যেষ্টিক্রিয়ার সময় শ্বাস নিলেন নারী, নেওয়া হলো হাসপাতালে

তিনি বলেন, এই রুটে বিমান চলাচলের সময় অক্সিজেনের মাত্রা কম থাকে। সে কারণে পাইলটদের ভালো স্বাস্থ্যের রেকর্ড প্রয়োজন। এ কারণেই সুস্থ এবং ভালো স্বাস্থ্যের রেকর্ড আছে এমন দক্ষ পাইলটদের লেহ রুটে মোতায়েন করা হয়ে থাকে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।