টস জিতে ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড


প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৩ মার্চ ২০১৬

বৃষ্টির কারণে নিজেদের যোগ্যতার প্রমাণই দিতে পারেনি নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড। ধর্মশালায় বৃষ্টিই যেন ভাগ্য ছিনিয়ে নিয়েছে তাদের। সেই দু:খস্মৃতি ভুলে বিশ্বকাপ মিশন জয় দিয়েই শেষ করতে চায় দু`দল। কিন্তু  টস শুরুর আগে বৃষ্টি দেখা দিলেও বৃষ্টি থামার পরে টস হলে টস জিতে বোলিং নেয় আয়ারল্যান্ড দল।

বিশ্বকাপের শুরুতেই নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে নেদারল্যান্ডস। দারুণ ফর্মে থাকা বাংলাদেশ দলের সঙ্গে বেশ ভালো খেলেছে দলটি। অন্যদিকে বিশ্বকাপের টিকিট পাওয়া নবাগত ওমানের কাছে পরাজয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পারেনি আয়ারল্যান্ড। তবে আজকের ম্যাচে জয়ের লক্ষ নিয়ে মাঠে নামবে টি-টুয়েন্টির দারুণ ফর্মে থাকা এই দুই দল।
আয়ারল্যান্ড একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, গ্যারি উইলসন, নেইল ও’ব্রায়েন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, অ্যান্ডি পয়েন্টার, অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্জ ডকরেল, ম্যাক্স সোরেনসন, টিম মুরতাঘ, বয়েড র্যা নকিন।

নেদারল্যান্ডস একাদশ (সম্ভাব্য): স্টিফেন মাইবার্গ, ওয়েসলে ব্যারেসি (উইকেটরক্ষক), বেন কুপার, টম কুপার, পিটার বোরেন (অধিনায়ক), রোয়েলফ ভ্যান ডের মারওয়ে, পিটার সেলার, মুদাসসার বুখারি, আহসান মালিক, টিম ভ্যান ডের গুগটেন, পল ভ্যান মেকারেন।

আরএ/এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।