বিদ্রোহীদের গুলিতে সরকারি যুদ্ধবিমান ভূপাতিত


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৩ মার্চ ২০১৬

শান্তি আলোচনা শুরু হওয়ার আগে সিরিয়ার সরকারি একটি যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করেছে বিদ্রোহীরা। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। খবর আলজাজিরার।

তবে বিমানটিতে গুলি চালিয়ে নাকি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভূপাতিত করা হয়েছে সেবিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। সিরিয়ার সেনাবাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, দেশটির হামা প্রদেশের অবতরণের সময় সরকারি ওই যুদ্ধবিমানে হামলা চালিয়ে ভূপাতিত করেছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের এ হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলে মন্তব্য করেছে সেনাবাহিনী।

হামার বিদ্রোহী গোষ্ঠী জয়েশ-ই নাসর বিমানবিধ্বংসী কামান ছুড়ে বিমানটি বিধ্বস্ত করা হয়েছে বলে দাবি করেছে। এদিকে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সরকারি ওই বিমানে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সোমবার সুইজাল্যান্ডের রাজধানী জেনেভায় জাতিসংঘের নেতৃত্বে সিরিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে বিদ্রোহীদের শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগেই সরকারি বিমান ভূপাতিত করার ঘটনা ঘটলো।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে দেশটির অধিকাংশ নাগরিক। সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট সহ আরো কয়েকটি গোষ্ঠীর সরকার বিরোধী এ সহিংসতায় বিশ্বে এ যাবৎকালের ভয়াবহ শরণার্থী সংকট তৈরি করেছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।