হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৩ মার্চ ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওয়াইওমিং এবং ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির প্রার্থী মনোনয়নের ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন। ওয়াইওমিং অঙ্গরাজ্যে ৬৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ।

রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের দৌড়ে টেড ক্রুজই ডোনাল্ড ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জিতেছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও।

এই ভোটের মাত্র একদিন আগেই শিকাগোতে ট্রাম্পের একটি সমাবেশ তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণে বাতিল করা হয়। ট্রাম্প বিরোধীরা তাকে বর্ণবাদের দায়ে অভিযুক্ত করেন।

এদিকে নির্বাচনী প্রচারণায় সহিংসতা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।