পশ্চিমবঙ্গে সাতসকালে ট্রেন দুর্ঘটনা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৫ জুন ২০২৩
ছবি: সংগৃহীত

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রক্তাক্ত স্মৃতি এখনো ভোলেনি মানুষ। এরই মধ্যে পশ্চিমবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা। রাজ্যের বাঁকুড়া জেলার ওন্দা স্টেশনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে সজোরে ধাক্কা দিয়েছে আরেকটি মালগাড়ি। এতে মালগাড়ির এক চালক আহত হয়েছেন।

জানা যায়, রোববার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ওন্দা স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। এসময় অন্যদিক থেকে আরেকটি মালগড়ি সেই লুপ লাইনে ঢুকে পড়ে এবং দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পেছনে সজোরে ধাক্কা মারে।

চলন্ত সেই মালগাড়ির গতি এত বেশি ছিল যে, তার ইঞ্জিন দাঁড়িয়ে থাকা মালগাড়িটির ওপরে উঠে যায়। দুমড়ে-মুচড়ে যায় বেশ কিছু বগি। ধাক্কার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এ দুর্ঘটনায় মোট ১২টি বগি লাইনচ্যুত হয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়রা দু’টি মালগাড়ির চালকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এক চালক সামান্য আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের দু’জনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভারতের দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল সেফটি অফিসার দিবাকর মাঝি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। আরেকটি মালগাড়ি এসে তাতে ধাক্কা মারে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কোথাও কোনো ত্রুটি নিশ্চয় ছিল। তা না হলে এই দুর্ঘটনা ঘটতে পারে না। সিগন্যালে কোনো ত্রুটি ছিল কি না সেটি তদন্তের পরেই জানা যাবে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডিডি/কেএএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।