রানা প্লাজায় নিহতদের সন্তানদের জন্য ভবন নির্মাণ
রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত এবং নিহতদের মেয়ে সন্তানদের আশ্রয়ের জন্য গাইবান্ধা সদর উপজেলার হোসেনপুরে গার্লস অরকা হোমস ভবন নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হোসেনপুর মুসলিম একাডেমি চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অতিথি অরকা হোমসের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আব্দুল হামিদ ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও অরকা হোমস সদস্য প্রফেসর ড. মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানায় শিক্ষার্থী ও অরকা হোমসের শিশুরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মকবুল হোসেন, অরকা হোমসের সভাপতি আবুল হোসেন সরকার, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ।
পরে বিদ্যালয় চত্বরে আয়োজন করা হয় লাঠি খেলা, ডিসপ্লে ও ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রসঙ্গত, অরকা হোমসে বর্তমানে রানা প্লাজায় নিহতদের এতিম ২০ জন ছেলে শিশু বাস করছে। তাদের বিনামূল্যে শিক্ষাদান ও থাকা খাবার ব্যবস্থা করা হয়েছে। নির্মাণাধীন গার্লস অরকা হোমসেও একই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অমিত দাশ/এফএ/আরআইপি