মন্ত্রী হচ্ছেন লুলা


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৫ মার্চ ২০১৬

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ সরকারে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রী পদ গ্রহণ করছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। সংবাদ সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।

লুলাকে মন্ত্রী পদে বসালে চাপের মধ্যে থাকা রৌসেফের প্রশাসন শক্তিশালী হবে বলে আশা করছেন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সদস্যরা। অপরদিকে মন্ত্রী হলে লুলাও কিছু আইনি সুরক্ষা পাবেন।
 
গত সপ্তাহে অর্থ পাচারের অভিযোগকে কেন্দ্র করে সরকারি আইনজীবীরা লুলাকে গ্রেপ্তার করার অনুরোধ জানায়। তবে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছিলেন লুলা। অবৈধ কোনো কিছুর  সঙ্গে জড়িত নন বলেও দাবী করেছিলেন জনপ্রিয় এই প্রেসিডেন্ট। মঙ্গলবার রাজধানী ব্রাসিলিয়ায় রৌসেফ এবং লুলার মধ্যে বৈঠক হওয়ার কথা।
 
রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের দুর্নীতি কেলেঙ্কারি এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে মন্দার মধ্যে পড়া অর্থনীতির জন্য চাপের মধ্যে আছেন বর্তমান প্রেসিডেন্ট রৌসেফ। গত সপ্তাহে  তার পদত্যাগ চেয়ে লাখ লাখ মানুষ ব্রাজিলের রাস্তায় বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে। কিন্তু রৌসেফ পদত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছেন।

নিজের অবস্থানকে আরো শক্তিশালী করতে লুলার জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাচ্ছেন রৌসেফ। আর এ কারণেই লুলাকে মন্ত্রী পদে বসাতে চাচ্ছেন তিনি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।