সেমিতে যেতে ব্যর্থ হলে চাকরি যাবে ওয়াকারের


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৬ মার্চ ২০১৬

খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নেই পাকিস্তান। একের পর এক পরাজয়ে বেশ হতাশ খোদ খেলোয়াড়রাও। তবে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় কিছুটা উৎসাহ যোগাবে দলকে। এমন পরিস্থিতি গুঞ্জন উঠেছে সেমিতে যেতে ব্যর্থ হলে দলের প্রধান কোচের চাকরি হারাবেন ওয়াকার ইউনুস।

কলকাতার পত্রিকা আনন্দবাজার পত্রিকায় এমনটাই জানালেন করাচী থেকে লিখতে আসা অতিথি সাংবাদিক শাহীদ হাসমি। যদিও ওয়াকারের বিদায় নিয়ে আরও আগে থেকেই বিতর্ক চলছিলো।

২০০৬ থেকে ২০০৭ সালের মধ্যে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন ওয়াকার ইউনুস। এরপর ২০১০ সালে পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। ২০১১ তারিখে ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচের দায়িত্ব থেকে অব্যহতি নিলেও ২০১৪ সাল থেকে আবারো তাকে হেড কোচের দায়িত্বে দেয়া হয়।

তবে কোচের দায়িত্ব হারানো নিয়ে মাথা ব্যথা নেই ওয়াকারের। এশিয়া কাপ শুরুর পূর্বে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার চুক্তির আরো তিন বা চার মাস বাকি আছে। এখনই আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি না।”

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।