স্পিকারের সঙ্গে কানাডিয়ান সিপিএ প্রতিনিধি দলের সাক্ষাৎ
লন্ডনে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডিয়ান সিপিএ প্রতিনিধি দল। মঙ্গলবার লন্ডনস্থ সিপিএ সদর দফতরে তার সঙ্গে চার সদস্যদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। জাতীয় সংসদের গণসংযোগ অধি শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে সিপিএ চেয়ারপারসন সম্প্রতি নির্বাচিত কানাডিয়ান পার্লামেন্টের সিপিএ প্রতিনিধি দলকে স্বাগত জানান। তিনি বলেন, সিপিএর কমনওয়েলথভুক্ত দেশসমূহের পার্লামেন্ট সদস্যদের একটি সংগঠন, যা এ সকল দেশের সংসদ সদস্যদের মধ্যে পারষ্পরিক সহযোগিতা ও সম্প্রীতি সৃষ্টির মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে সমুন্নত করে থাকে।
শিরীন শারমিন বলেন, কমনওয়েলথ দিবস উদযাপন উপলক্ষে এ বছর কমওয়েলথভুক্ত দেশসমূহের তরুণ সমাজকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে অবহিত, শিক্ষিত ও সচেতন করে গড়ে তুলতে সিপিএ রোড শো কর্মসূচি গ্রহণ করেছে। গত ২ মার্চ বাংলাদেশ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে কমওেয়েলথভুক্ত সকল দেশে এ কার্যক্রম চালু করা হবে।
কানাডাতেও সিপিএ রোড শো কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য আগত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিনিধিদল সিপিএর সকল কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভবিষ্যতে এ সকল কর্মসূচি কানাডাতে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। প্রতিনিধি দল বলেন, নব-নির্বাচিত কানাডিয়ান পার্লামেন্ট সিপিএর ব্যাপারে বিশেষভাবে আগ্রহী এবং সিপিএর সকল আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করবে।
সাক্ষাতকালে সিপিএর মহাসচিব আকবর খান উপস্থিত ছিলেন। সিপিএ কানাডা শাখার সভাপতি ইয়াসমিন রাতানসি এমপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়া প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, কেরি ম্যাককাউলে এমপি, সিনেটর ডেভিড স্মিথ পিসি কিউসি, সিনেটর ক্লাউডি কেরিগনান এবং সিপিএ কানাডা শাখার সেক্রেটারি এলিজাবেথ কিংস্টন।
এইচএস/আরএস/এমএস