মণিপুরের সহিংসতা নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ৩১ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত

মণিপুরের সহিংসতা নিয়ে সোমবার (৩১ জুলাই) উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের বিধানসভা। বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সঙ্গে আবার তর্কে জড়ান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

মণিপুরের সহিংসতা নিয়ে রাজ্য বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনার ঘোষণা অনেক আগেই দিয়েছিলেন মমতা। সে ঘোষনা অনুযায়ী সোমবারের অধিবেশনে নিন্দাপ্রস্তাব আনে তৃণমূল কংগ্রেস।

এদিন মণিপুরের সহিংসতা নিয়ে নরেন্দ্র মোদীর নিরব থাকার বিষয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, বিদেশ যেতে পারেন প্রধানমন্ত্রী। বিদেশে গিয়ে উপহার নিতে পারেন। কিন্তু একবার মণিপুর যেতে পারেন না? চোরের মায়ের বড় গলা।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা যেকোনো মূল্যে মণিপুরের পাশে থাকবো। আমি টিম পাঠিয়েছি, আবারও পাঠাবো। মনিপুরের মানুষকে বলবো, আপনারা পশ্চিমবঙ্গে আসুন। আমরা রুটি ভাগাভাগি করে খাবো।

jagonews24

সরকার বিরোধী জোট ‘ইন্ডিয়া’ প্রসঙ্গে মমতা বলেন, ইন্ডিয়া ক্ষমতায় আসবে আপনাদের প্রতিটা কেসের বিচার হবে। পশ্চিমবঙ্গ এগোচ্ছে আপনারা দেখতে পারছেন না। ‘বেটি বাঁচাও’ এখন হয়ে গেছে ‘বেটি জ্বালাও’। তারা আবার পশ্চিমবঙ্গকে অপমান করছে।

এদিকে, মুখ্যমন্ত্রীর ভাষণের তীব্র বিরোধিতা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অধিবেশন চলাকালীন মমতা ব্যানার্জির মুখোমুখি দাঁড়িয়ে তিনি বলেন, মণিপুরের ঘটনা সেই রাজ্যের অভ্যন্তরীণ বিষয়। অন্য রাজ্য নিয়ে আলোচনা করার অধিকার এই রাজ্যের নেই। এছাড়া মণিপুরের বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই সে বিষয়ে এ রাজ্যের আলোচনা করার অধিকার নেই।

শুভেন্দুর বক্তব্যের পরপরই উঠে দাঁড়িয়ে মমতা বলেন, মণিপুর এখন দেশের জ্বলন্ত ইস্যু। মমতার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গেও রোজ এমন ঘটনা ঘটছে। তার জ্বলন্ত উদাহরণ মালদহ।

বিরোধী দলনেতা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, আপনি নিজেই যেখানে বলেন যে এটা বিচারাধীন মামলা, আলোচনা করা যাবে না। আর বিষয়টি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হলে, মণিপুরের বিষয়ে কেন আলোচনা হবে। প্রয়োজন হলে আমরা সুপ্রিম কোর্টে যাবো।

বিধানসভার স্পিকার ক্ষিপ্ত হয়ে শুভেন্দু অধিকারীকে বলেন, আপনি স্পিকারকে হুমকি দিতে পারেন না। আরেক দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা শুভেন্দুর উদ্দেশ্যে বলে ওঠেন বলেন, ডোন্ট টক রাবিশ।

এরপরই তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিধায়কদের মধ্যে শুরু হয় শোরগোল। বিজেপির বিধায়করা নিন্দাপ্রস্তাব মুলতবি করে স্লোগান দিতে দিতে বিধানসভার বাইরে বেরিয়ে আসেন। পরে ধ্বনি ভোটের মাধ্যমে নিন্দাপ্রস্তাব পাস করানো হয়।

বিধানসভার বাইরে এসে বিরোধী দলনেতা বলেন, প্রথা মেনে আমরা ভোটাভুটি চেয়েছিলাম। কিন্তু স্পিকার আমাদের দাবি না মেনে ধ্বনি ভোটের সিদ্ধান্ত নেওয়ায় আমরা বেরিয়ে এসেছি।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।