প্রতিবন্ধী শিবিরে ফ্রেঞ্চ বিমান বিধ্বস্ত


প্রকাশিত: ০৭:২৩ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

ফ্রান্সে প্রতিবন্ধীদের বসবাসরত একটি বাড়ির উপর বুধবার বিমান বিধ্বস্তের ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। খবর বিবিসির।

দেশটির গণমাধ্যমগুলো জানায়, প্রশিক্ষণরত আলফা জেটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ভবরে শহরের ওই বাড়ির উপর পড়ে যায়।

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে দুইজন ক্রু ছিল। তারা দু’জনেই সুস্থ আছেন বলেও জানানো হয়েছে। আঘাত হানা বাড়িটির অন্যান্য সদস্যদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।