উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিরাপত্তা পরিষদের নিন্দা


প্রকাশিত: ০২:২০ পিএম, ১৯ মার্চ ২০১৬

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংস্থাটি বলছে, পিয়ং ইয়ংয়ের এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে।

শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘অগ্রহণযোগ্য’। একই সঙ্গে উত্তর কোরিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে চলার আহ্বান জানানো হয়েছে।  

গত ফেব্রুয়ারি থেকে উত্তর কোরিয়া কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে একটি রাজধানী পিয়ংইয়ং এর উত্তরের একটি উৎক্ষেপন কেন্দ্র থেকে নিক্ষেপ করা হয়। যা প্রায় ৮০০ কিলোমিটার দূরে জাপান সাগরে আঘাত হানে। এ ছাড়া গত ১০ মার্চ উত্তর কোরিয়া স্বল্প পাল্লার বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।