মীনের স্বপ্ন বাস্তবায়িত, সফলতা তুলার
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় মন বিষণ্ন হয়ে থাকবে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় ধার নেওয়ার উপক্রম তৈরি হতে পারে। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা সহজ হবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বাণিজ্যিক সফর লাভদায়ক তথা দীর্ঘদিনের হারানো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভফল প্রদান করবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে তথা বিবাহযোগ্যদের বিবাহের পথ প্রশস্ত হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দেবে।
মিথুন (২১ মে-২০ জুন)
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভ্রাতা-ভগ্নি ও আত্মীয় পরিজনদের সঙ্গে প্রীতির বন্ধন রচিত হবে যা সারাজীবন অক্ষুণ্ন থাকবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো সম্পত্তি পুনরুদ্ধার তথা সম্ভাব্য ক্ষেত্রে হারানো বুকের ধন বুকে ফিরে আসবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ধন উপার্জনের সঙ্গে ধন ক্ষয়ও পাল্লা দিয়ে এগিয়ে চলবে। কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তির আশায় করা বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়বে। ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গেও দীর্ঘদিনের কলহ -বিবাদের মীমাংসা হয়ে পড়বে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে অর্থনৈতিক দুর্ভাবনায় পড়বেন। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না, সেই সুযোগে শ্রমিক-কর্মচারী ও ড্রাইভাররা আপনার ব্যবসায়িক মূলধন গায়েব করে দেবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
যেদিকে হাত বাড়াবেন সেদিক থেকেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি অপরদিকে পাওনা টাকা আদায় হওয়ায় ব্যাংক ব্যালান্স ফুলেফেঁপে উঠবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মের সুনাম যশ অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনবে, সেই সঙ্গে দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম আর ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বস্তবায়িত হওয়ায় মন আনন্দে নাচবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজবে। সপরিবারে কাছেপীঠে তথা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আয় উপার্জন কম, অপরদিকে পারিবারিক অশান্তি, তার ওপর খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। অবশ্য বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে অর্থনৈতিক দুর্ভাবনার লাঘব হবে তথা দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে।
আরএস/এমএস