বাংলাদেশিসহ সহস্রাধিক শরণার্থী উদ্ধার


প্রকাশিত: ০৭:২০ এএম, ২০ মার্চ ২০১৬

ইতালির উপকূলরক্ষী এবং লিবিয়ার নৌবাহিনীর বেশ কয়েকটি অভিযানে বাংলাদেশিসহ সহস্রাধিক শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।  

ইতালির উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা জানায়, শনিবার তারা সিসিলি দ্বীপের স্ট্রেইট এলাকায় চারটি অভিযান চালিয়ে ৯শ শরণার্থীকে উদ্ধার করেছেন। অপরদিকে লিবিয়া কর্তৃপক্ষ বলছে তারা চারটি নৌকা থেকে কমপক্ষে ৬শ শরণার্থীকে উদ্ধার করেছে।  

লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম বলেন, শরণার্থীদের বহনকারী নৌকা থেকে চার নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অনেক শরণার্থী নিখোঁজ রয়েছে। তবে শনিবার লিবিয়ার উপকূল থেকে যেসব শরণার্থীদের উদ্ধার করা হয়েছে তারা আফ্রিকা এবং বাংলাদেশের নাগরিক।

বুধবার এবং শুক্রবার আরো দু’টি অভিযানে ৫শ’য়ের বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সাগরে একটি নৌকায় আগুন ধরে যায়। ওই নৌকা থেকে গুরুতর আহত অবস্থায় ১৭ জনকে উদ্ধার করা হয়।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।