সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
এবার আফগানিস্তানে রাজনৈতিক দল নিষিদ্ধ করলো তালেবান
আফগানিস্তানে রাজনৈতিক দলগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। বুধবার (১৬ আগস্ট) তালেবান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে কার্যকর থাকা শরিয়াহ আইন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নেই। তাই এখন থেকে এসব দলের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে ঠিক কবে থেকে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে, তা পরিষ্কার করে জানায়নি তালেবান।
জয়ী না হওয়া পর্যন্ত ইউক্রেনকে সমর্থন দেবে ন্যাটো
পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, জোটটিকে অবমূল্যায়ন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাছাড়া যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেনকে সমর্থন দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সৌদি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। বৃহস্পতিবার (১৭) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একদিনের সরকারি সফরে মন্ত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন।
পাকিস্তানে গির্জায় হামলা, গ্রেফতার ১৪৬
পাকিস্তানে কোরআন অবমাননার অভিযোগে পাঁচটি গির্জায় আগুন ও খ্রিষ্টানদের বেশ কিছু বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ১৪৬ জনকে।
বাংলাদেশসহ ২৯ দেশ থেকে গৃহকর্মী নেবে সৌদি আরব
বাংলাদেশসহ ২৯ দেশ থেকে গৃহকর্মী নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। বুধবার (১৬ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মহাসড়কে ছিটকে পড়লো বিমান, পথচারীসহ নিহত ১০
মালয়েশিয়ায় বাণিজ্যিকভাবে চালিত যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে দেশটির পশ্চিম উপকূলীয় প্রদেশ সেলানগরের এলমিনা শহরে এ ঘটনা ঘটে।
বোরকা পরে ওয়াশরুমে ঢুকে নারীদের ভিডিও ধারণ, যুবক আটক
বোরকা পরে নারীদের ওয়াশরুমে ঢুকেছিলেন এক যুবক। সেখানে নিজের মোবাইলে নারীদের ভিডিও করেছিলেন তিনি। ভারতের কেরালা রাজ্যের একটি জনপ্রিয় শপিংমলে এমন ঘটনা ঘটেছে। এরই মধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করছে লিথুনিয়া
এবার বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিচ্ছে লিথুনিয়া। দুদেশের মধ্যে ছয়টি সীমান্ত ক্রসিং রয়েছে। এর মধ্যে দুটি সীমান্ত ক্রসিং অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে লিথুনিয়া সরকার নিশ্চিত করেছে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বেলারুশ ভূখণ্ডের মধ্যে হাজার হাজার রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের উপস্থিতির কারণে এই অঞ্চলে উদ্বেগ বাড়ছে।
মালি সীমান্তের কাছে নাইজারের ১৭ সেনা নিহত
মালি সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নাইজারের কমপক্ষে ১৭ সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নাইজারের সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি বিচ্ছিন্ন দল বনি এবং তোরোদির মধ্যে চলাচলের সময় কাউতুগু শহরের কাছে সন্ত্রাসী হামলার শিকার হয়।
কেপ ভার্দে উপকূলে ৬০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এই ঘটনায় ৬০ জনের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এমএসএম/জেআইএম