সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ আগস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২০ আগস্ট ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১০০ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘন ও একজন ক্যাথলিক বিশপকে বন্দির অভিযোগে নিকারাগুয়ায় ১০০ মিউনিসিপল কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার।

চন্দ্রযান-৩ নিয়ে যা বললো ভারতীয় মহাকাশ সংস্থা

ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। সব ঠিক থাকলে বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারতের চন্দ্রযান-৩।

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস-ডেনমার্ক

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুিতি দিয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক। তবে এগুলো যুদ্ধশেষে ফেরত দিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট এই ঘোষণা দিয়েছেন।

পশ্চিমতীরে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত

দখলকৃত পশ্চিমতীরের দক্ষিণ নেবলুসে এক বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, হামলাকারী ফিলিস্তিনি নাগরিক।

স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর

নিত্য অশান্তির জেরে আট মাস ধরে স্বামী-স্ত্রী দুজনেই আলাদা থাকতেন। একপর্যায়ে পুনরায় সংসার শুরু করতে চান স্ত্রী। কিন্তু স্ত্রীকে ফিরিয়ে আনার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলেন চিকিৎসক স্বামী। পরে থানায় গিয়ে করলেন আত্মসমর্পণ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা মণ্ডপঘাটা এলাকায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

ব্যর্থ রাশিয়া, ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারত

ইতিহাস তৈরি করতে পারলো না রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়লো রুশ মহাকাশযান ‘লুনা-২৫’। দেশটির মহাকাশ সংস্থা রসকসমস রোববার (২০ আগস্ট) এই খবর জানিয়েছে।

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

চাঁদে পা রাখার অপেক্ষায় চন্দ্রযান-৩

চাঁদে পরিক্রমা শেষ হয়েছে। এবার অল্প সময়ের অপেক্ষা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩ এবার চাঁদের মাটিতে পা রাখবে। শনিবার গভীর রাতে ল্যান্ডার বিক্রমের সর্বশেষ কক্ষপথ পরিবর্তনের ধাপ সম্পন্ন হয়েছে। চাঁদের পথে শেষ পরিকল্পিত কক্ষপথে পৌঁছে গেছে বিক্রম। এবার পাখির পালকের মতো চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে সে।

মারা গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কুকুর ‘চিমস’

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে সোশ্যাল মিডিয়ায় মিম হিসেবে অতি পরিচিত কুকুর ‘বলটজ’ ওরফে ‘চিমস’। শুক্রবার (১৮ আগস্ট) অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হয়। ৬ মাস ধরে ক্যানসারে ভুগছিল চিমস। শনিবার (১৯ আগস্ট) চিমসের মালিক ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে এসব তথ্য নিশ্চিত করেন।

মালিতে বন্দুকধারীদের হামলায় নিহত ২১

মালিতে বন্দুকধারীদের হামলার ঘটনায় কমপক্ষে ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির মোপ্তি গ্রামে স্থানীয় সময় শুক্রবার ওই হামলার ঘটনা ঘটে। স্থানীয় দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।