সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২১ আগস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২১ আগস্ট ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে যে দুটি বার্তা দিতে পারে ভারত

জি-২০ সম্মেলনে অংশ নিতে আগামী মাসেই দিল্লি সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে দুটি স্পষ্ট বার্তা দিতে পারে ভারত। প্রথমত, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে চীন ও ইসলামপন্থি নেতাদের ত্যাগ করে অসাম্প্রদায়িক ও জনপ্রিয় প্রার্থীদের বেছে নিতে হবে।

ফ্রন্টলাইনের প্রতিবেদন/ শেখ হাসিনা নির্বাচনে হারলে দীর্ঘ সংকটে পড়বে বাংলাদেশ

আগামী নির্বাচনে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ হেরে গেলে বাংলাদেশ দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে ভারতীয় ম্যাগাজিন ফ্রন্টলাইন। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু পরিচালিত ইংরেজি ম্যাগাজিনটির অনলাইন সংস্করণে রোববার (২০ আগস্ট) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশের নির্বাচন ঘিরে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ এশিয়ার স্বার্থ সম্পর্কিত নানা বিষয় উঠে এসেছে।

সৌদি সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশীকে হত্যার অভিযোগ

ইয়েমেন সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সৌদি সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) মতে, পরিস্থিতি এতটাই গুরুতর যে এটিকে তারা ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে। এইচআরডব্লিউ প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উন্নত জীবনের আশায় ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি পৌঁছানোর চেষ্টার সময় সীমান্তে কয়েকশ অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন ইথিওপিয়ার নাগরিক।

এমটিএফইর ফাঁদে বিনিয়োগ/ এবার পশ্চিমবঙ্গে ভুক্তভোগীদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন শহরেই জাল বিছিয়ে ছিল এমটিএফই। বর্তমানে এই বিতর্কিত অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের ভুক্তভোগী সাধারণ মানুষ। রোববার (২০ আগস্ট) পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের আরিফবাড়ি এলাকায় এমটিএফই অ্যাপে বিনিয়োগ করা ব্যক্তিরা বিক্ষোভ করলে পুরো ঘটনা সামনে আসে।

ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ/ ফিলিস্তিনিদের ফাঁসাতে ব্রিটিশ আদালতকে প্রভাবিত করার চেষ্টা

সম্প্রতি নাকবা দিবসে যুক্তরাজ্যের নিউক্যাসলে অবস্থিত ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েলের মালিকানাধীন পিয়ারসন ইঞ্জিনিয়ারিংয়ের ছাদে বিক্ষোভ প্রদর্শন করে ফিলিস্তিনিপন্থী অ্যাকটিভিস্টদের সংগঠন `প্যালেস্টাইন অ্যাকশন'। সে বিক্ষোভে অংশ নেওয়া সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইসরায়েলি দূতাবাস যুক্তরাজ্যের আদালতে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল। মূলত ব্রিটিশ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে প্রভাবিত করতে চেয়েছিল নেতানিয়াহুর দেশটি।

বিতর্কে যাবেন না ট্রাম্প, বললেন ‘মানুষ জানে আমি কে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বিতর্ক শুরু হচ্ছে এ সপ্তাহেই। তবে সেই বিতর্কে অংশ নেবেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এমনিতেই মানুষ জানে তিনি কে, তার জন্য আর নতুন করে বিতর্কের দরকার নেই। নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন, ২০২৪ সালের নির্বাচনে দলীয় প্রার্থিতার ক্ষেত্রে জনপ্রিয়তার দৌড়ে তিনি ‘বিপুলভাবে’ এগিয়ে রয়েছেন।

যুক্তরাজ্যে সাত শিশুকে হত্যা করা সেই নার্সের আমৃত্যু কারাদণ্ড

যুক্তরাজ্যে একে একে সাত শিশুকে হত্যা করা নার্স লুসি লেটবিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ আগস্ট) ম্যানচেস্টারের ক্রাউন আদালত এ রায় ঘোষণা করেন। ৩৩ বছর বয়সী এ ‘সিরিয়াল কিলার’ যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী, যাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো।

চাঁদে অবতরণে নিরাপদ জায়গা খুঁজছে চন্দ্রযান-৩

চাঁদে অবতরণের আর বেশি দেরি নেই। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এখন চাঁদের খুব কাছাকাছি অবস্থান করছে। আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখার কথা। কিন্তু বিক্রম কোথায় অবতরণ করবে? চাঁদের দক্ষিণ মেরুর দুর্গম খানাখন্দে ভরা মাটিতে বিক্রমের প্রয়োজন অপেক্ষাকৃত মসৃণ জমি। আপাতত বিক্রমের নিরাপদ স্থানে অবতরণের সন্ধানে রয়েছে ইসরো।

ট্রাফিক পুলিশের মাথা ঠান্ডা রাখতে ‘এসি হেলমেট’

দিন হোক বা রাত, রোদ কিংবা বৃষ্টি, কর্তব্যে তাদের অবিচল থাকতে হয় সবসময়। কারণ তারাই নিয়ন্ত্রণ করেন শহরের যানবাহন। সেই ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্বপালনের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিলো ভারত। সম্প্রতি দেশটির আহমেদাবাদ শহরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ‘এসি হেলমেট’র ব্যবহার। এরই মধ্যে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য ব্যবহার করছেন শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট। এটি যেমন তাদের মাথা ঠান্ডা রাখছে, তেমনি ধুলোবলি থেকেও রক্ষা করছে।

বৈদ্যুতিক বিলবোর্ড হ্যাক করে দেখানো হলো পর্নো

বাগদাদে হ্যাকিংয়ের মাধ্যমে একটি বিজ্ঞাপনী বিলবোর্ডে পর্নো ভিডিও চালানোর পর বন্ধ করে দেওয়া হয়েছে সব বৈদ্যুতিক বিলবোর্ড। গত শনিবার (১৯ আগস্ট) রাতে ইরাকের রাজধানীতে ঘটেছে এই ঘটনা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি পেশায় টেকনিশিয়ান। যে কোম্পানি শহরটিতে বিজ্ঞাপনী বিলবোর্ডগুলো পরিচালনা করে, তাদের সঙ্গে ওই ব্যক্তির আর্থিক দ্বন্দ্ব ছিল। তিনি কোম্পানিটির ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই বিলবোর্ড হ্যাক করে তাতে পর্নো ভিডিও চালিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।