ডার্বি ম্যাচে ইউনাইটেডের জয়
ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ১-০ গোলে হেরেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।
প্রতিপক্ষের মাঠে ষোড়শ মিনিটে মার্কাস রাসফোর্ডের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। স্পেনের ফরোয়ার্ড হুয়ান মাতার বাড়ানো বল ধরে সিটির ডিফেন্ডার মার্তিন দেমিচেলিসকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৬৬ মিনিটে সিটিকে গোল বঞ্চিত করে পোস্ট। ইয়াইয়া তুরের বাড়ানো বলে কাছ থেকে নেওয়া আগুয়েরোর হেড ইউনাইটেড গোলরক্ষক ডি গিয়াকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে আসে। বাকি সময় আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড।
এ জয়ে ৩০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইউনাইটেড। আর ৫১ পয়েন্ট নিয়ে অবশ্য এখনও ইউরোপের শীর্ষ টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে এখনও নিরাপদ চতুর্থ স্থানে থাকা সিটি।
এমআর/এমএস