ভারতের জয়ে খুশি নন ধোনির স্ত্রী!
ইডেনে ভারত-পাকিস্তান দু’দলের সামনেই ছিল ইতিহাস গড়ার মিশন। তবে সেই মিশনে সফল স্বাগতিক ভারত। প্রথমবারের মতো ইডেনে পাকিস্তানকে হারিয়েছে দলটি।
ভারতের এমন বিজয়ে আনন্দে মেতে ওঠে সেখানকার ক্রিড়াপ্রেমীরা। চারিদিকে শুধু ভারতীয় দলের জয়ধ্বনি আর বাজির আলোর ঝলকানি। সেই উদ্দিপনা কোন অংশে কম ছিল না অধিনায়ক ধোনির এলাকার মানুষের মধ্যে। তাইতো তার বাড়ির সামনে এসে উল্লাসে মেতে উঠে ভক্তরা। আর তাতেই অখুশি ধোনির স্ত্রী সাক্ষী। কারণ ভক্তদের উল্লাসে তাদের মেয়ে জিভার ঘুমে সমস্যা হচ্ছিল। ট্যুইট করে সে কথাই জানিয়েছেন তিনি।
এক ট্যুইট বার্তায় ভারত দলকে অভিনন্দন জানান তিনি। আর সমর্থকদের কাছে আবেদন জানান, যাতে তারা বেশি আওয়াজ না করেন। তিনি আরও বলেন, এখন জিভা খুবই ছোট। ভারত-পাক ম্যাচ কি, তা বোঝার ক্ষমতা ওর নেই। তবে বড় হলে তাকে অবশ্যই এই জয়ের কথা বলব।
আরএ/এমআর/এমএস