গোপন আলোচনার আগে নেতানিয়াহুর অনুমতি নেওয়ার নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯ এএম, ৩১ আগস্ট ২০২৩

অন্য দেশের কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের যেকোনো মন্ত্রীর গোপন আলোচনার আগে অনুমতি নেওয়ার জন্য নির্দেশনা জারি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েল ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে নজিরবিহীন গোপন আলোচনার খবর প্রকাশের পর নেতানিয়াহু এই নির্দেশনা জারি করলেন।

আর পড়ুন>যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‌ইডালিয়া, মৃত্যু ৩

নেতানিয়াহুর মুখপাত্র তোপাজ লুক জানান, যেকোনো গোপন আলোচনার ব্যাপারে আগেই প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়ার পাশাপাশি ওই আলোচনার বিষয়ে কোনো খবর প্রকাশ করতে হলেও সে ব্যাপারে নেতানিয়াহুর কাছ থেকে অনুমতি নিতে হবে।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশ গোপন বৈঠকে বসেন। যদিও দেশ দুটির মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

গত রোববার এক সংবাদ সম্মেলনে এলি কোহেন জানান, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাজধানীর রোমে গত সপ্তাহে তার বৈঠক হয়েছে। ওই বৈঠককে তিনি ঐতিহাসিক বলে আখ্যা দেন।

আর পড়ুন>ভারতের চাল-ডাল রপ্তানিতে আরও কড়াকড়ির শঙ্কা

বৈঠকের খবর প্রকাশের পর লিবিয়াজুড়ে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয় ও প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল-দিবেইবা নাজলাকে বরখাস্ত করেন। বিক্ষোভের উন্মত্ততায় নাজলা মাঙ্গুশ দেশ ছেড়ে পালিয়ে যান।

সূত্র: পার্সটুডে, আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।