সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাড়িতে লুকিয়ে সীমান্ত পাড়ির চেষ্টা, রোমানিয়ায় ১৬ বাংলাদেশি আটক
পশ্চিম রোমানিয়ার আরাদ কাউন্টি থেকে ১৬ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরিতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোমানিয়া সীমান্ত পুলিশ জানিয়েছে, বুধবার মধ্যরাতে আরাদ কাউন্টির নাদলাক বর্ডার ক্রসিং পয়েন্টে একটি গাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় ১৬ বাংলাদেশিকে খুঁজে পেয়েছেন তারা।

রাশিয়ার ভেতর থেকেই রুশ বিমানঘাঁটিতে হামলা
রাশিয়ার ভেতর থেকেই একটি রুশ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ বলেছেন, গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাশিয়ার পেস্কভ শহরে চালানোর এই হামলায় দুটি কার্গো প্লেন ধ্বংস এবং আরও দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জন্মহার বাড়াতে বিদেশি গৃহকর্মী নিচ্ছে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ায় দ্রুত কমে যাচ্ছে শিশুর জন্মহার, একই সময়ে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। এই পরিস্থিতির জন্য কর্মজীবী নারীদের সন্তান গ্রহণে অনাগ্রহের ভূমিকা রয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। এ কারণে কোরীয় নারীদের সন্তান গ্রহণ এবং তারপর ফের কাজে যোগদানে সহায়তার জন্য বিদেশ থেকে গৃহকর্মী নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার।

কলকাতায় কতটা বাড়লো ডাবের দাম?
কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে কয়েকদিন ধরে থেমে থেমে অল্প বৃষ্টি হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কমেনি গরম। সূর্যের প্রখর রোদে পুড়ছে গোটা রাজ্য। তার মধ্যে ডেঙ্গুর চোখরাঙানিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এমন পরিস্থিতিতে ডেঙ্গু জ্বরের দুর্বলতা কাটাতে ও সূর্যের দাবদাহ থেকে বাঁচতে ডাবের পানিতে গলা ভেজান অনেকে। তাই কয়েকদিনের ব্যবধানে রাজ্যজুড়ে ডাবের চাহিদা বেড়েছে হু হু করে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও।

কারাগার থেকে ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন ইমরান খান
সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাকিস্তানের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালতের বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইন এ বিষয়ে জেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কঙ্গোতে জাতিসংঘ মিশনবিরোধী বিক্ষোভ, নিহত ৪৩
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫৬ জন। বুধবার (৩০ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমায় সহিংস বিক্ষোভ ও এর জেরে সেনাবাহিনীর শক্তিপ্রয়োগে প্রাণহানির এ ঘটনা ঘটে।

পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলা, ৯ সেনা নিহত
পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলার ঘটনায় অন্তত ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

চাঁদে ভূমিকম্প রেকর্ড করলো ভারতের চন্দ্রযান-৩
ভারতের চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছনোর পর থেকেই নানারকম খবর আসছে৷ কখনো কখনো এটি নতুন প্রাকৃতিক পদার্থ খুঁজে পাচ্ছে, আবার কখনো দক্ষিণ মেরুর চন্দ্রপৃষ্ঠে অক্সিজেনের উপস্থিতি শনাক্ত করছে৷ এবার চাঁদে ভূমিকম্পের খবর দিলো এ চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম।

‘ছেড়া প্যান্ট পরবো না’ মর্মে মুচলেকা নিয়ে কলেজে ভর্তি!
ফের পোশাক বিতর্কে কলকাতার আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ। গতবারের মতো পোশাক-বিধি নিয়ে আবারও কড়া অবস্থান নিলো এ কলেজ। এবার ভর্তির আগেই কার্যত ছেঁড়া জিন্স পরে কলেজে আসা যাবে না বলে জানিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এমনকি, ভর্তির সময় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের এ বিষয়ে মুচলেকা দিতে হচ্ছে।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।