সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৮ সেপ্টেম্বর ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
জি-২০ সম্মেলন/ শেখ হাসিনার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: মোদী
বৈঠকের ঠিক পরপরই প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে বাংলায় লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি ও আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।
নজর এখন মোদী-বাইডেন বৈঠকে
মোদী-বাইডেন বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তা নিয়ে কিছু তথ্য দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, বেশকিছু বিষয় নিয়েই আলোচনা হবে। সেগুলোর মধ্যে রয়েছে- জিই জেট ইঞ্জিন চুক্তি, প্রিডেটর ড্রোন, ফাইভ জি ও সিক্স জি ইন্টারনেট নেটওয়ার্ক, গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি বিনিময়সহ ও বেসামরিক পারমানবিক কার্যক্রমের অগ্রগতি ইত্যাদি।
ইউক্রেনকে আরও ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সামরিক সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে আরও ৬০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে রয়েছে ডিমোলিশন অস্ত্র, মাইন পরিষ্কার করার সরঞ্জাম, আর্টিলারি শেল ও অন্যান্য অস্ত্র। এর একদিন আগে ইউক্রেনকে এক বিলিয়ন ডলার সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র।
দেউলিয়া হয়ে গেলো যুক্তরাজ্যের বার্মিংহাম শহর
দেউলিয়া হয়ে গেছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম। বার্ষিক বাজেট ঘাটতির কারণে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় বার্মিংহাম সিটি কাউন্সিল। তাতে বলা হয়, কাউন্সিলে ব্যয় করার মতো পর্যাপ্ত অর্থ না থাকায় এখন কেবল শহরের অতি গুরুত্বপূর্ণ সেবাগুলোয় নজর দেওয়া হবে।
১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে তলিয়ে গেছে হংকংয়ের অধিকাংশ এলাকা
১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখলো চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। পানির নিচে তলিয়ে গেছে সেখানের অধিকাংশ এলাকা। চীনের এই জনবহুল অঞ্চলটিতে মূলত বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে হংকং কর্তৃপক্ষ ভয়বাহ পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ রাস্তা, শপিংমল ও মেট্রো স্টেশন পানির নিচে তলিয়ে গেছে।
পারমাণবিক অ্যাটাক সাবমেরিন উদ্বোধন করলেন কিম জং উন
নতুন সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এই সাবমেরিন থেকে কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছেন, এর ফলে দেশের নৌ বাহিনী আরও শক্তিশালী হলো। পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা আরও এক ধাপ এগিয়ে গেলো।
১৫ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন মোদী
ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি২০ সম্মেলন। দুইদিনব্যাপী এই সম্মেলন শুরু হবে ৯ সেপ্টেম্বর। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিশ্ব নেতারা। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলন চলাকালে অন্তত ১৫টি দ্বিপাক্ষিক বেঠকে অংশ নেবেন।
মালিতে নৌকা ও সেনাঘাঁটিতে হামলায় নিহত ৬৪
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনাঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ জন সেনা ও ৪৯ বেসামরিক নাগরিকসহ অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় এ হামলার ঘটনা ঘটে।
বিমানবালাকে যৌন হয়রানি, মুম্বাইয়ে বাংলাদেশি গ্রেফতার
ওমানের রাজধানী মাসকট থেকে মুম্বাই হয়ে ঢাকাগামী বিস্তারা প্লেনের বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক বাংলাদেশি যাত্রীর বিরুদ্ধে। মুম্বাইয়ে প্লেনটি অবতরণ করতেই ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যাত্রীর নাম মোহাম্মদ দুলাল।
মন্ত্রীর মাথায় হলুদের গুঁড়া ছিটিয়ে দিলেন ক্ষুব্ধ যুবক
ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজস্বমন্ত্রী রাধাকৃষ্ণ ভিকে পাটিলের ওপর হলুদের গুড়া ছিটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সোলাপুর বিভাগের সরকারি রেস্ট হাউজে এ ঘটনা ঘটে। যে ব্যক্তি এ কাজ করেছেন, তিনি মহারাষ্ট্রের রাখাল সম্প্রদায়ের মানুষ বলে জানা গেছে।
এসএএইচ/এএসএম