ফুল গাছ লাগাতে ছুটির প্রস্তাব


প্রকাশিত: ০৩:২১ এএম, ২৩ মার্চ ২০১৬

তাজিকিস্তানে বেশ কিছু অভিনব সরকারি ছুটির প্রস্তাব করেছেন দেশটির প্রেসিডেন্ট। তার এই প্রস্তাব গৃহীত হলে দেশটিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পরপর তিনদিন ছুটি ভোগ করবেন। খবর বিবিসির।

কুস্তিগির ও অশ্বারোহীদের সম্মান জানানোর জন্যে আলাদা করে দু’দিন এবং ফুলের গাছ লাগানোর জন্যে আরো একদিন সরকারি ছুটির প্রস্তাব করেছেন তিনি।

রাজধানী দুশানবেতে নওরোজ বা নববর্ষ উদযাপনের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট এমোমালি রাহমন এই প্রস্তাব করেন।

প্রেসিডেন্টের এই প্রস্তাব গৃহীত হলে ২২শে মার্চ ছুটি হবে কুস্তিগিরদের সম্মান জানানোর জন্যে। তার পরের দিন অশ্বারোহীদের জন্যে এবং তৃতীয় দিনটি ফুল গাছ রোপণের জন্য।

খবরে বলা হয়েছে, ২২শে মার্চ তাজিকিস্তানের রাজধানীতে একটি জাতীয় কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কথা। বিজয়ীর জন্যে পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে একটি গাড়ি। ২৩ তারিখে হবে ঘোড়দৌড় প্রতিযোগিতা।

এর আগেও প্রেসিডেন্ট রাহমন এধরনের অস্বাভাবিক কিছু কাজের সাথে জড়িত ছিলেন। গত বছরের অক্টোবর মাসে তিনি জাতীয় চা ভবন উদ্বোধন করেন, যার আকৃতি ছিল খানিকটা তরমুজের মতো। এর ভেতরে বসতে পারবে প্রায় ২ হাজার মানুষ।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।