সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ভিসা ফি বাড়ানোর ঘোষণা যুক্তরাজ্যের

ভিসা ফি বাড়ানোর পরিকল্পনা প্রকাশ করেছে ব্রিটিশ সরকার, যা আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন ফি কাঠামোতে বলা হয়েছে, যারা ছয় মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবে তাদের আগের চেয়ে অতিরিক্ত ১৫ ব্রিটিশ পাউন্ড দিতে হবে। অন্যদিকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে দিতে হবে ১২৭ পাউন্ড বেশি।

এবার হাইকোর্টে জামিন চাইলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান সাইফার মামলায় জামিন পেতে ইসলামাবাদের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন। এর দুইদিন আগে একটি বিশেষ আদালত তার জামিন আবেদন বাতিল করে দেয়।

জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগের সংঘর্ষ এখনো চলছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বারামুলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নতুন করে গুলির লড়াই শুরু হয় দেশটির সেনাবাহিনীর।

কিমকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র-পারমাণবিক বোম্বার দেখালো রাশিয়া

সম্প্রতি রাশিয়া সফরে গেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সেখানে এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হয়েছে। এবার কিমকে হাপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোম্বার দেখালো রাশিয়া।

ভারত-কানাডা সম্পর্কে টানাপোড়েন, বাণিজ্য আলোচনা স্থগিত

থমকে গেলো ভারত-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। নির্ধারিত সূচি মোতাবেক আগামী মাসে ভারতে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল অটোয়ার। কিন্তু হঠাৎই সেই সফর বাতিল করা হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বহু মরদেহ

শক্তিশালী ঘূর্ণিঝড় আর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লিবিয়ার দেরনা শহর। চারদিকে লাশের গন্ধে আকাশ ভারী হয়ে উঠেছে। দিন-রাত মরদেহ উদ্ধার আর নিখোঁজদের সন্ধানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দিন শেষে রাত নেমে আসলেও তাদের কাজ ফুরাচ্ছে না।

৪০০ দামি গাড়ির মালিক ব্যাঙ্গালুরুর এই নরসুন্দর!

কার কখন ভাগ্যের চাকা ঘুরবে তা বোধহয় কেউই বলতে পারেন না। এই যেমন রমেশ বাবুর কথাই ধরা যাক। এক সময় দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। সেই তিনিই এখন কোটিপতি। শুধু কী তাই? তার গ্যারেজে রয়েছে কয়েকশ নামিদামি গাড়ি। মুকেশ আম্বানী, গৌতম আদানি, রতন টাটাদের মতো ধনকুবেরদের থেকেও বেশি গাড়ি রয়েছে রমেশ বাবুর।

মেক্সিকোতে অদ্ভুত মমির সন্ধান, এলিয়েন নিয়ে নতুন জল্পনা

গত বৃহস্পতিবার পুরো বিশ্বের সামনে এসেছে অদ্ভুত দুটি মমি। এই মমির চেহারা পৃথিবীতে বসবাসকারী কোনো প্রাণীর মতো নয়। মেক্সিকোর কংগ্রেসে বড় বড় রাজনীতিকদের সামনে মমি দুটি উপস্থাপন করেন জেইমি মওসান নামের এক সাংবাদিক। এই ঘটনার পর পরই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। মমিগুলো কী আসল? এগুলো কী সত্যিই ভিনগ্রহের কোনো প্রাণীর? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

এবার টিকটককে জরিমানা করলো ইইউ

এবার টিকটককে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ড-ভিত্তিক ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা ডেটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। শিশুদের নিরাপত্তাসংক্রান্ত সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে চীনাভিত্তিক এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যর্থতার দায়ের কথা উল্লেখ করে এই জরিমানার ঘোষণা দেওয়া হয়।

স্পেনে অন্য মেজাজে মমতা, সুর তুললেন পিয়ানোয়

প্রায় পাঁচ বছর পর বিদেশ সফরে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তাকে স্পেনের মাদ্রিদের রাস্তায় স্থানীয় শিল্পীর হাতে থাকা অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্রে আমরা করব জয় সুর তুলতে দেখা যায়।

অর্থমূল্য বাড়ছে নোবেল পুরস্কারের, কত পাবেন বিজয়ীরা?

অর্থমূল্য বাড়ছে নোবেল পুরস্কারের। গতবারের চেয়ে এ বছরের বিজয়ীরা ১০ লাখ সুইডিশ ক্রোনা বেশি পেতে চলেছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নোবেল ফাউন্ডেশন এই তথ্য নিশ্চিত করেছে।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।