নোয়াখালীতে তিন খুন মামলার আসামির বাড়িতে আগুন


প্রকাশিত: ০৩:৪১ এএম, ২৪ মার্চ ২০১৬

নোয়াখালীতে আ.লীগ নেতা ও তিন খুন মামলার আসামি কুদরত উল্লাহর বাড়িঘরে বুধবার রাতে অগ্নিসংযোগ করেছে নিহতদের স্বজন ও বিক্ষুদ্ধ জনতা। এ সময় একলাসপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদরত উল্লাহর অনন্তপুর গ্রামের দুটি ও তার এক আত্মীয় বাবুলের একটি টিনের ঘর পুড়ে যায়।

নোয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশন থেকে দমকলের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়া পথে বিক্ষুদ্ধদের বাধায় পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে যেতে সক্ষম হন তারা। এর আগেই কুদরত উল্লার দোকানে থাকা দুটি মোটরসাইকেল আগুনে জ্বালিয়ে দেয় বিক্ষুদ্ধ লোকজন।

বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, কথা কাটাকাটির জেরে সোমবার রাতে পুরাতন কলেজ এলাকায় রাজিব, ওয়াসিম ও ইয়াসিন তিন বন্ধুকে গুলি করে আওয়ামী লীগ নেতা কুদরত উল্লার ছেলে সাজু। গুরুতর অবস্থায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। এ সময় ওয়াসিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। এরপর মঙ্গলবার রাতে একই হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসিন।

এ ব্যপারে নিহত রাজিবের মা কামরুন্নার ছবি বাদী হয়ে সাজু, তার বাবা কুদরত উল্লাহ, দুই বোন মুন্নি ও ফরজানাসহ এজাহারে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। সাজুর দুই বোন মুন্নি ও ফারজানকে গ্রেফতার করেছে পুলিশ।

মিজানুর রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।