নেইমারের শিক্ষক রোনাল্ডো!


প্রকাশিত: ০৪:৫২ এএম, ২৪ মার্চ ২০১৬

ফুটবল মাঠের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী নেইমার ও রোনাল্ডো। তবে মাঠের শত্রুতা বাহিরের জীবনে কোন প্রভাব ফেলে না তাদের। তারই প্রতিফলন ঘটেছে এবার ব্যালন ডিওরের অনুষ্ঠানে। মাঠের শত্রুতা দূরে সরিয়ে ব্রাজিলীয় মহাতারকা নেইমারের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন সিআর সেভেন।

কিন্তু তাই বলে নেইমারের শিক্ষক রোনাল্ডো! এমন শিরোনামে অবাক হতে পারে ফুটবল বিশ্ব। হয়ত অনেকে তা বিশ্বাস করতেও চাইবেন না। তবে বাস্তবে এমনটাই ঘটেছে। ব্যালন ডিওরের অনুষ্ঠানের দায়িত্বে থাকা কেট অ্যাবডো এমনটিই দাবি করেছেন।

তিনি জানান, এবারের প্রথম ব্যালন ডিওরের জন্য মনোনীত হয়েছিলেন নেইমার। জমকালো অনুষ্ঠান সম্পর্কে কোন ধারণাই ছিল না নেইমারের। তাইতো মেগা অনুষ্ঠানের মহড়ায় নেইমারের শিক্ষক ছিলেন রোনাল্ডো। নেইমার ও রোনাল্ডো, দু’জনেই পর্তুগিজ ভাষায় কথা বলেন। অনুষ্ঠানে কোথায় দাঁড়াবেন নেইমরা, তাকে কি করতে হবে, সবটাই  শিখিয়ে দেন রোনাল্ডো। সিআর সেভেনের এই দিকটা দেখে অবাক হয়ে যান অনেকেই।

আরএ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।