ওয়াশিংটনে কিউবার দূতাবাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কিউবার দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। দুটি মলোটোভ ককটেল দিয়ে হামলা চালানো হয়েছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোদ্রিগেজ প্যারিলা সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও উল্লেখ করেন তিনি। খবর আল জাজিরার।

স্থানীয় সময় রোববার রাতে ওই হামলার ঘটনা ঘটে। সম্প্রতি কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করতে যুক্তরাষ্ট্রে সফর করেছেন। তিনি সফর শেষ করে হাভানায় ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াশিংটনে কিউবার দূতাবাসে হামলার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: চীন-রাশিয়ার ১৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, এখনো পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। যদিও এই হামলা থেকে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত কয়েক বছরে ওয়াশিংটনে কিউবার দূতাবাসে এ নিয়ে দ্বিতীয় বার হামলা চালানো হয়েছে। এর আগে ২০২০ সালে এক ব্যক্তি কিউবার দূতাবাস লক্ষ্য করে গুলি চালিয়েছিল। যদিও সে সময় হামলায় কেউ হতাহত হয়নি।

এদিকে রোববারের হামলার জন্য যুক্তরাষ্ট্রে কিউবার নির্বাসিত নাগরিকদেরকেই দায়ী করেছে হাভানা। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় রোদ্রিগেজ বলেন, কিউবার-বিরোধী গোষ্ঠীগুলো এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে এবং বরাবরই এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্র-কানাডা সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বললেন জেলেনস্কি

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থিত কিউবার দূতাবাসে এক ব্যক্তি দুটি মলোটোভ ককটেইল দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

এদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। তিনি বলেন, গত রাতে আবারও ওয়াশিংটনে আমাদের দূতাবাসে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। সহিংসতা এবং ঘৃণ্য এই কাজের জন্য মূল্যবান জীবন নষ্ট হতে পারতো।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।