তনুর হত্যাকারীদের বিচারের দাবি


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৪ মার্চ ২০১৬

তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন নারী সংগঠন।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। কারণ, তনুর জায়গায় আমাদেরও কোনো আপনজন থাকতে পারতো। তাই এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে নারী শিক্ষা হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে যুব জোটের মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা খাতুন বলেন, এ ধরনের অপরাধীরা শুধু তনুকে শারীরিক নির্যাতন করে হত্যা করেনি, এরা হত্যা করেছে আমাদের বিবেক ও ১৬ কোটি বাঙালির সম্ভ্রম। তাই তনু হত্যাকাণ্ডের সকল দায়ভার আমাদের। এ দায় যেমন আমরা এড়াতে পারি না, তেমনি সরকারও এড়াতে পারবে না।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি হত্যাকারী যতই শক্তিশালী হোক না কেন, রাষ্ট্র চাইলে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসবে। নইলে আমাদের বোনেরা নিরাপদে বিদ্যালয়ে যেতে পারবে না। অপরাধীরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে।

মানববন্ধনে নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা বলেন, দিনদিন নারীর উপর নির্যাতন বেড়েই চলেছে। এসব ঘটনা খুবই অমানবিক। নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মলিতিভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন- নারী জোটের মহানগর আহ্বায়ক সৈয়দা শামিমা হ্যাপী, কর্মজীবী নারীর সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রাহেনা রব্বানী, কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য লায়লা দিপু, বিকশিত নারী নেটওর্য়াকের নেত্রী ক্যামেলিয়া চৌধুরী প্রমুখ।

এএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন