পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প

বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হাল্কা আবার কোথাও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এরই মধ্যে সোমবার (২ অক্টোবর) রাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলার মধ্যে কোচবিহার, শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়িতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।
স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, সোমরাত রাত ৭টার দিকে হঠাৎ করেই ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। প্রথমে হালকা একটা ঝাকুনি তারপর মৃদু কম্পন অনুভূতি হয় বিভিন্ন জেলায়।
কুচবিহারের দিনহাটা, তুফানগঞ্জ, শীতলখুচি, মাথাভাঙ্গা এসব জায়গায় কম্পন বেশি অনুভূত হয়েছে। হঠাৎ এই কম্পনে এলাকার লোকজন ভয়ে ঘর থেকে বাইরে নেমে আসেন।
মালদহের স্থানীয়রা জানিয়েছেন, তারাও কয়েক সেকেন্ড ধরে ভূমিকম্প টের পেয়েছেন। এছাড়াও পাহাড়ি এলাকা দার্জিলিংয়েও ভূমিকম্প অনুভূত হয়েছে।
জানা গেছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পটির উৎসস্থল। এর জেরেই কেঁপে উঠে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। প্রায় ১৮ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়েছে।
ডিডি/টিটিএন