বিয়ের অনুষ্ঠানে মিষ্টি নিয়ে মারামারি, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২২ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি

বিয়ের অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার মধ্যে হঠাৎ রসগোল্লা ফুরিয়ে গেছে। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে তা রূপ নেয় কদর্য মারামারিতে। শেষ পর্যন্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ছয়জনকে। সম্প্রতি ভারতের আগ্রায় ঘটেছে এই ঘটনা।

পুলিশ জানিয়েছে, গত সোমবার (২০ নভেম্বর) মধ্যরাতে শামসাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মারামারির খবর পাওয়া যায়।

শামসাবাদ থানার হাউজ অফিসার (এসএইচও) অনিল শর্মা বলেন, এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন এবং একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, সেদিন ব্রিজভান কুশওয়াহার বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে এক ব্যক্তি রসগোল্লা কম পড়ার বিষয়ে মন্তব্য করেছিলেন।

এ থেকে শুরু হয় মারামারি। আর তাতে আহত হন ভগবান দেবী, যোগেশ, মনোজ, কৈলাশ, ধর্মেন্দ্র এবং পবন নামে ছয় ব্যক্তি। তবে তাদের কারও আঘাত গুরুতর নয়।

এসএইচও জানান, গত বছর একই জেলার ইটমাদপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মিষ্টি নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছিলেন।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।