যৌথ মহড়া চালালো ইরান-ওমানের নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২০ এএম, ০২ ডিসেম্বর ২০২৩

যৌথ মহড়া চালিয়েছে ইরান ও ওমানের নৌবাহিনী একদিনের যৌথ মহড়া চালিয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তর প্রান্তে উদ্ধার ও ত্রাণ তৎপরতা বিষয়ক এই মহড়া চালানো হয়।

এই মহড়ায় ইরানের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট, বিমান বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর নৌ শাখা ও ওমানের রাজকীয় নৌবাহিনী অংশ নেয়।

আরও পড়ুন>যুদ্ধবিরতির পর গাজায় বোমা হামলা, নিহত ১৮৪ ফিলিস্তিনি

সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও যুদ্ধ প্রস্তুতি বাড়ানোই এই যৌথ মহড়ার মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

মহড়ার সময় ইরানি ড্রোনগুলো ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ও হরমুজ প্রণালীতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শত্রুর জাহাজগুলোর অবস্থান চিহ্নিত করার কাজ করেছে।

আরও পড়ুন>এবার মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট পাঠালো দক্ষিণ কোরিয়া

ইরানি ও ওমানি নৌ বাহিনীর যৌথ মহড়ার সময় উভয় পক্ষ যেকোনো পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নানা কৌশল বাস্তবায়নের অনুশীলন করেছে। সমন্বয়ের সঙ্গে তা সম্পন্ন করতে পেরেছে তারা।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ওমানের সামরিক বাহিনী একাধিক যৌথ নৌ মহড়া চালিয়েছে। পাকিস্তান ও রাশিয়াসহ অন্যান্য দেশের সঙ্গেও এই ধরণের মহড়া চালিয়েছে ইরান।

সূত্র: প্রেসটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।