আর্থিক সংকট মোকাবিলায় ব্যয় ও মুদ্রার মান কমাবে আর্জেন্টিনা
কয়েক দশকের মধ্যে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। এজন্য কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন আর্জেন্টিনার নতুন অর্থমন্ত্রী লুইস ক্যাপুটো। এরমধ্যে অন্যতম হলো মুদ্রার মান ৫০ শতাংশ কমিয়ে ডলারের বিপরীতে পেসোকে ৮০০ করা, জ্বালানিতে ভর্তুকি কমানো ও সরকারি কাজের টেন্ডার বাতিল করা।
ক্যাপুটো বলেছেন, পরিকল্পনাটি স্বল্পমেয়াদে কষ্টদায়ক হবে, তবে রাজস্ব ঘাটতি মোকাবিলা ও ট্রিপল-ডিজিটের মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য এটি প্রয়োজন।
তিনি বলেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো বিপর্যয় এড়ানো ও অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনা। গত ১২৩ বছরের মধ্যে দেশটিতে ১১৩ বছরই আর্থিক ঘাটতি ছিল বলেও জানান তিনি।
ক্যাপুটো বলেন, আমরা এই সমস্যার মূলে সমাধান করতে এসেছি। এর জন্য রাজস্ব ঘাটতির প্রতি আসক্তি দূর করতে হবে বলেও জানান তিনি।
শস্য উৎপাদনের জন্য বিখ্যাত দক্ষিণ আমেরিকার দেশটির মূল্যস্ফীতি ১৫০ শতাংশের কাছাকাছি, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমেছে উল্লেখযোগ্য হারে, জনসংখ্যার দুই-পঞ্চমাংশই দরিদ্র। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে এরই মধ্যে বিপুল অঙ্কের ঋণও নিয়েছে দেশটি।
এমন পরিস্থিতিতে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা বলেছেন, আমি দেশটির বর্তমান পদক্ষেপকে স্বাগত জানাই। এটিকে স্থিতিশীলতা পুনরুদ্ধার ও দেশের অর্থনৈতিক সম্ভাবনা পুনর্গঠনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও অভিহিত করেছেন তিনি।
সূত্র: রয়টার্স
এমএসএম