বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০১ মার্চ ২০২৪

লোকসভা নির্বাচন ঘোষণার আগে ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ালো ভারত। এতে বড় ধাক্কা খেলেন ক্ষুদ্র খাবার ব্যবসায়ী ও ছোট গাড়ির মালিকরা। পরোক্ষভাবে টান পড়বে সাধারণ মানুষের পকেটেও।

ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন শহরে আলাদা-আলাদা দাম বেড়েছে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের। কলকাতায় যেমন ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ রুপি। চেন্নাইয়ে ১২ দশমিক ৫ রুপি বেড়েছে দাম।

ফলে কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে এখন খরচ পড়বে এক হাজার ৯১১ রুপি। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডার পাওয়া যাচ্ছে এক হাজার ৭৯৫ রুপিতে পাওয়া যাবে।

হোটেল-রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাসের ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির বাজারে ফের একদফা বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় রান্না করা খাবারের দাম বাড়বে। এই দামবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর পরোক্ষে চাপ বাড়বে। চাপে পড়বেন এলপিজিচালিত গাড়ির মালিকরাও।

তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও ১৪ দশমিক ২ কেজির গ্যাসের দাম ৯২৯ রুপিই থাকছে। সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুতে দু’বার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। তবে গত বছর দীপাবলির সপ্তাহ দুয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০১ রুপি বেড়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।