ইসরায়েলে ইরানের হামলা: প্রভাব আর্থিক বাজারে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২১ পিএম, ১৫ এপ্রিল ২০২৪
ইসরায়েলে ইরানের হামলা। ছবি: এএফপি

ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা করেছে ইরান। ইসরায়েলে এটি ইরানের প্রথম হামলা। নজিরবিহীন এই হামলা ঠেকাতে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনাবাহিনী। তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় তেহরান। যদিও এগুলোর অধিকাংশই আকাশে ধ্বংসের দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলের মাটিতে ইরানের সরাসরি হামলাকে কেন্দ্র করে প্রভাব পড়ে আর্থিক বাজারে। সোমবার (১৫ এপ্রিল) এশিয়ার স্টকের পতন হয়েছে। বেড়েছে সোনার দাম।

আরও পড়ুন>

তাছাড়া ইরানের হামলার আগেই বিশ্ব বাজারে বেড়ে যায় জ্বালানি তেলের দাম, যা এখনো অব্যাহত রয়েছে।

সোমবার সকালের দিকে দেখা গেছে, ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ৯০ ডলার ছাড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ২৪ ডালারে।

ইরানের সম্ভাব্য হামলা নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রকাশের পর বড় ধরপতন হয় স্টক মার্কেটে।

এদিকে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে না ইসরায়েল। হোয়াইট হাউজ ইসরায়েলকে এ বিষয়ে সতর্ক করে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে গত শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একরাতেই ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

সূত্র: সিএনএন

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।