মমতাকে আমন্ত্রণ রাষ্ট্রপতির


প্রকাশিত: ০৫:৪১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সোমবার এক নৈশভোজে রাষ্ট্রপতি এ আমন্ত্রণ জানান।

জানা গেছে, সোমবারর পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর আমন্ত্রণে কলকাতার রাজভবনে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। নৈশভোজে উপস্থিত ছিলেন ভারতের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্য সচিব সঞ্চয় মিত্র, স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলি, কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত জকি আহাদসহ আরও অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।