ছেলের জন্য কনে দেখতে গিয়ে বিয়ে করলেন বাবা!


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৯ মে ২০১৬
ফাইল ছবি

ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন তিনি। কিন্তু ছেলের আর বিয়ে করা হয়নি। ছেলেকে রেখেই বিয়ের পিঁড়িতে বসলেন বাবা। শুনতে অবিশ্বাস্য হলেও এরকম এক ঘটনা ঘটেছে সৌদি আরবের জাজান প্রদেশে।

সম্প্রতি দেশটির এক ব্যক্তি ছেলের জন্য পাত্রী দেখতে যান। পাত্রীকে পছন্দও করে ফেলে পাত্র ও তার পরিবারের সদস্যরা। এ সময় হঠাৎ পাত্রীর মা সবার সামনে বলেন, তার অবিবাহিতা বড় মেয়ের বিয়ে না হলে ছোট মেয়ের বিয়ে দেবেন না তিনি।

এ অবস্থায় পাত্র রেগে চিৎকার করতে থাকেন। পাত্র মেয়েকে এতটাই পছন্দ করে ফেলেন যে, তিনি তখনই বিয়ে করবেন বলে সাফ জানিয়ে দেন। তখন পাত্রের বাবা পাত্রীর মায়ের কাছে অনুনয়-বিনয় করতে থাকেন। শেষে কোনো উপায় না পেয়ে বলে বসেন, আপত্তি না থাকলে পাত্রীর বড় বোনকে বিয়ে করবেন তিনি।

এতে রাজি হয়ে যায় পাত্রী-পক্ষ। শেষ পর্যন্ত বড় বোনকে বিয়ে করেন বাবা আর ছোট বোনকে বিয়ে করেন ছেলে!

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।