৩০০ মার্কেটিং পেশাজীবী নিয়ে শেষ হলো ব্র্যান্ডটক

ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশের উদ্যোগে ১১ মার্চ অনুষ্ঠিত হয়েছে ডানো ব্র্যান্ডটক ৩.০। ‘স্টোরিজ অব সাস্টেনিবিলিটি’ থিম নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কর্পোরেট জগতের ২০ জন দক্ষ মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
রাজধানীর একটি হোটেলে দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ আয়োজন। এতে প্রায় ৩০০ মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিংয়ের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, আকিজ ভেঞ্চারের এমডি এবং সিইও সৈয়দ আলমগীর, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট আশরাফ বিন তাজ, বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, ডানোর হেড অব মার্কেটিং গালীব বিন মোহাম্মদ, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, দারাজের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদিন হাসান প্রমুখ।
তাজদিন হাসান বলেন, ‘কোনো প্রতিষ্ঠানকে ব্র্যান্ড হিসেবে গড়ে উঠতে হলে তাকে সাস্টেইন করতে হবে এবং মানুষের জীবনে ভ্যালু ক্রিয়েট করে লাইফস্টাইলের উন্নতি ঘটাতে হবে।’
ফিরোজ আলম বলেন, ‘অনেক বড় বড় ব্র্যান্ড সাস্টেনিবিলিটি নিশ্চিত করতে না পারার কারণে হারিয়ে গেছে। করোনার মতো দুর্যোগ আমাদের শিখিয়েছে টিকে থাকার গুরুত্ব।’
গালীব বিন মুহাম্মদ বলেন, ‘প্রতিযোগিতার বাজারে কোনো ব্র্যান্ডকে অবস্থান শক্তভাবে ধরে রাখতে যেসব পদক্ষেপ নেওয়া উচিত; সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এ ধরনের অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাতেই হয়।’
আয়োজক মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘প্রতিকূল পরিবেশে টিকে থাকা এবং এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে এবারের ব্র্যান্ডটকে। আশা করছি মার্কেটিং পেশাজীবীদের জন্য এটি অনেক সহায়ক হবে।’
এসইউ/জেআইএম