হবিগঞ্জে প্রাণের চাকরি মেলা শুরু, প্রার্থীদের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০১:১৬ পিএম, ০১ জুন ২০২২

হবিগঞ্জে চাকরিপ্রার্থীদের খুঁজছে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। ০১ জুন সকাল থেকে চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। সকাল থেকেই চাকরিপ্রার্থীর ভিড় লক্ষ্য করা যায়। সকাল ১১টায় চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

বৃন্দাবন সরকারি কলেজে প্রাণ গ্রুপের হেড অব রিক্রুটমেন্ট হাবিবুল হাসান সাইমনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহা-ব্যবস্থাপক অ্যাডমিন মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন।

হবিগঞ্জে প্রাণের চাকরি মেলা শুরু, প্রার্থীদের ভিড়

অতিথি হিসেবে বক্তব্য দেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ বখ্ত চৌধুরী জালাল। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মাসুদুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) শাহ জহুরুল হোসেনসহ কলেজের শিক্ষক ও হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মকর্তারা।

হবিগঞ্জে প্রাণের চাকরি মেলা শুরু, প্রার্থীদের ভিড়

জেলা প্রশাসক ইশরাত জাহান চাকরি মেলার আয়োজন করার জন্য প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশের বেকারত্ব দূর করার জন্য শিল্পপ্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা ভূমিকা রাখছে। বিশেষ করে হবিগঞ্জে প্রাণ-আরএফএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে।’

হবিগঞ্জে প্রাণের চাকরি মেলা শুরু, প্রার্থীদের ভিড়

তিনি বলেন, ‘প্রাণ-আরএফএল স্থানীয়ভাবে যেভাবে কর্মী নিয়োগ দিচ্ছে, তাতে হবিগঞ্জসহ আশপাশের জেলার ছেলেমেয়েরা চাকরির সুযোগ পাচ্ছে। তাদের যোগ্যতা প্রমাণের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এখন মুক্ত অর্থনীতির যুগ। এখানে নিজ নিজ যোগ্যতার মাধ্যমেই টিকে থাকতে হবে। কাজেই পড়াশোনা করলেই আমরা টিকে থাকতে পারবো।’

ব্যতিক্রমী আয়োজনের জন্য প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ বখ্ত চৌধুরী জালাল বলেন, ‘আমরা হবিগঞ্জে শিল্প ক্ষেত্রে একেবারেই পিছিয়ে ছিলাম। একমাত্র চা ছাড়া আর কোনো শিল্প আমাদের ছিল না।’

হবিগঞ্জে প্রাণের চাকরি মেলা শুরু, প্রার্থীদের ভিড়

তিনি বলেন, ‘প্রাণ-আরএফএল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান কারখানা গড়ে তুলেছে। স্বাভাবিকভাবেই হবিগঞ্জের মানুষের প্রত্যাশা থাকে, যেহেতু এলাকার শিল্পপ্রতিষ্ঠান; তাই তারা চাকরির সুযোগ পেতে চান। তবে অবশ্যই যোগ্যতার ভিত্তিতে। যারা বিভিন্ন স্থান থেকে এখানে এসেছেন, তাদের যোগ্যতার ভিত্তিতেই বাছাই করা হবে বলে আশা করছি।’

মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজারও চাকরি প্রত্যাশী হাজির হন। বেলা সাড়ে ১১টা থেকে তাদের নিবন্ধন শুরু হয়। আস্তে আস্তে প্রার্থীদের ভিড় বাড়তে থাকে। নিবন্ধনের পর তাদের সাক্ষাৎকার নেওয়া হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।