৫০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২০ জুলাই ২০২৫
আবুল খায়ের গ্রুপের লোগো। ফাইল ছবি

আবুল খায়ের গ্রুপে ‘প্রাইম সেলস অফিসার (পিএসও)’ পদে ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: প্রাইম সেলস অফিসার (পিএসও)
পদসংখ্যা: ৫০০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ০১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: ১৫,০০০-২২,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান

সরাসরি সাক্ষাৎকারের সময়সূচি:

সময়: সকাল ১০টা থেকে দুপুর ০১টা

ঠিকানা: নাভানা এফএস কসমো, বাড়ি: ৪/বি (২য় তলা), রোড: ৯৪, গুলশান- ২, ঢাকা- ১২১২। (বিএফসি রেস্টুরেন্টের বিপরিতে)

তারিখ: ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ জুলাই ২০২৫

ঠিকানা: আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ৭/৮, নাসিরাবাদ আই/এ, বায়েজিদ ( রুবি গেইট), চট্টগ্রাম।

তারিখ: ২৪ জুলাই ২০২৫

ঠিকানা: আবুল খায়ের কোম্পানি ডিপো, মুচির মোড় থেকে উত্তর পাশে, চেয়ারম্যান মোড়, উত্তম মৌলভি পাড়া, রংপুর সদর, রংপুর।

তারিখ: ২৫ জুলাই ২০২৫

ঠিকানা: আবুল খায়ের ডিপো, কক্সবাজার রুট, সাত্তার ম্যাচ ফ্যাক্টরি, আজিজনগর, চকরিয়া, চট্টগ্রাম।

তারিখ: ২৬ জুলাই ২০২৫

ঠিকানা: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি, দিঘাপাতিয়া হাই স্কুল রোড় দুই তলা মসজিদের বিপরিত পাশে, নাটোর সদর, নাটোর।

তারিখ: ২৭ জুলাই ২০২৫

ঠিকানা: কুমিল্লা সদর, কুমিল্লা মেডিকেল রোড (অফিস -আদর্শ সদর উপজেলা গেটের বিপরিতে জামাল কামাল বিল্ডিংয়ের ২য় তলা)

তারিখ: ২৮ জুলাই ২০২৫

ঠিকানা: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সড়ক, মাদারশাহ, ত্রিমোহোনি রোড়, উডল্যান্ড বাবু স্টোরের বিপরিত পাশে, সদর, কুষ্টিয়া।

তারিখ: ২৯ জুলাই ২০২৫

ঠিকানা: চৌমুহনী পশ্চিম বাজার( ব্যাংক রোড- বাংলাদেশ ব্যাংক বিল্ডিংয়ের নিচ তলা, শাহ আলমস অ্যান্ড সন্স ডিলার পয়েন্ট), নোয়াখালী।

তারিখ: ২৯ জুলাই ২০২৫

ঠিকানা: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো (আত্তাকওয়া ম্যানশনের পূর্ব পাশের গলি), রায়ের মহল বড় মসজিদের বিপরিত পাশে, বয়রা বাজার, সদর, খুলনা।

তারিখ: ৩১ জুলাই ২০২৫

ঠিকানা: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো (ইউরেকা পলিটেকনিক্যাল), আলী চেয়ারম্যান মার্কেট, ছয় মাইল, বাবুগঞ্জ, সদর, বরিশাল।

তারিখ: ০২ আগস্ট ২০২৫

ঠিকানা: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি (দারুল এহসান মাদরাসার বিপরিত পাশে), কুলফদ্দি চৌরাস্তা, কালকিনি রোড়, সদর, মাদারিপুর।

তারিখ: ০৩ আগস্ট ২০২৫

ঠিকানা: বদর টাওয়ার (২য় তলা), ট্রাস্ট ব্যাংক বিল্ডিং, ই-ব্লক, শাহজালাল উপশহর, সিলেট।

তারিখ: ০৩ আগস্ট ২০২৫

ঠিকানা: আবুল খায়ের অফিস - (মোকাম বাড়ী) পইল রোড, শায়েস্তা নগর, হবিগঞ্জ।

তারিখ: ০৪ আগস্ট ২০২৫

সূত্র: বিডিজবস ডটকম

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।