ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন লিটু হাসান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৫

বিভিন্ন পেশাজীবীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফ্যাশন রানওয়ে অ্যাওয়ার্ড ২০২৫। প্রথম আসরে ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক লিটু হাসান।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত জমকালো এ আয়োজনে দেশের বিনোদন, সংস্কৃতি, গণমাধ্যম ও উদ্যোক্তা জগতের একঝাঁক তারকাকে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে লিটু হাসান বলেন, ‘এই অ্যাওয়ার্ড পেয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। যখন ফ্যাশন শোর মাধ্যমে সংস্কৃতিমনস্ক মানুষদের কাজকে সম্মান জানানোর কথা ভাবা হয়েছিল; তখন দেশে এমন আয়োজন হাতেগোনা।’

আরও পড়ুন
মুখস্থনির্ভর চাকরির পরীক্ষা: মেধা বিনাশের অদৃশ্য শেকল
বাংলাদেশের উদ্যোক্তাদের বিশ্বজয়ের চাবিকাঠি কী?

তিনি বলেন, ‘এ আয়োজন সংস্কৃতিকর্মীদের জন্য নিঃসন্দেহে এক বড় অনুপ্রেরণা। এমন একটি সম্মানজনক সংগঠনের কাছ থেকে পুরস্কার পেয়ে আমি সত্যিই গর্বিত। আমি চেষ্টা করবো ভবিষ্যতেও এই সম্মানের মূল্য ধরে রাখতে।’

আয়োজকরা জানান, এবার সেরা চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি কনটেন্ট, গান, নাচ ও সাংবাদিকতায় অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

লিটু হাসান রেডিও জকির (আরজে) মাধ্যমে যাত্রা শুরু করেন। তারপর একটি বেসরকারি টেলিভিশন এবং দৈনিক পত্রিকার ডিজিটাল বিভাগে কাজ করেছেন। বর্তমানে একটি অনলাইন নিউজ পোর্টালের ‘হেড অব ডিজিটাল’ হিসেবে কর্মরত।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।