নারীর কর্মসংস্থানে পিৎজাহাটের প্রথম শাখা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২

রাজধানীর যমুনা ফিউচার পার্কের লেভেল পাঁচে ফুড কোর্টের পিৎজাহাট স্টোরটি নারী দ্বারা পরিচালিত হবে বলে ঘোষণা করা হয়েছে। নারীর কর্মশক্তিকে আরও ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়ে ‘সবার জন্য সমান স্লাইস’ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সাহসী এ উদ্যোগ নিয়েছে।

স্টোর হ্যান্ডওভার অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত থাপা বলেন, ‘মহামারির কারণে গত ২ বছর পিৎজাহাটের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। এ বছর গুলশান দুইয়ে আমাদের ২০তম স্টোর খোলা হয়েছে। এ ধারাবাহিকতায় বছরের শেষে আরও কয়েকটি নতুন স্টোর খোলার পরিকল্পনা আছে।’

তিনি বলেন, ‘আজ আমি অনেক আনন্দিত। আমাদের প্রথম নারীদের দ্বারা পরিচালিত স্টোর খোলার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করতে পেরেছি। এ আউটলেটে স্টোর ম্যানেজারসহ গ্রাহক পরিষেবা, দোকান পরিচালনা এবং খাদ্য প্রস্তুতসহ সব কিছু নারীদের দ্বারা পরিচালিত হবে।’

jagonews24

অমিত থাপা বলেন, ‘আমাদের আজকের এ অর্জনের সম্পূর্ণ কৃতিত্ব শুধু পিৎজাহাটের গ্রাহকদের। পিৎজাহাটের প্রতি তাদের ভালোবাসা এবং আস্থা আমাদের ভবিষ্যতে আরও নতুন কিছু করার অনুপ্রেরণা দেবে। পিৎজাহাট সব সময় নিজস্ব ব্র্যান্ড ও কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামীতে আরও নারীদের দ্বারা পরিচালিত স্টোর খোলার উদ্যোগ নেওয়া হবে। সীমাবদ্ধতা ছাড়িয়ে নতুন কিছু করার এ উদ্যোগ ও অন্যান্য নারীদের অনুপ্রাণিত করে তারা যে উদাহরণ স্থাপন করেছে, তার জন্য টিমকে আমার শুভেচ্ছা।’

ট্রান্সকম ফুডস লিমিটেড গ্লোবাল পিৎজাহাটের উদ্যোগ অব্যাহত রাখতে নারীদের সমান অধিকার এবং বৈচিত্র্য নিয়ে কাজ করছে। সারাদেশে ২০টি আউটলেটে ডাইন-ইন, টেক-আওয়ে এবং ডেলিভারির সেবা দিয়ে পিৎজাহাট বাংলাদেশের সব পিৎজা চেইনগুলোর মধ্যে সবচেয়ে বড় পদচিহ্ন রেখেছে।

পিৎজাহাট বাংলাদেশে পিৎজার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিয়েছে এবং অতুলনীয় মান ও ক্রমাগত নতুন স্টোর খোলার মাধ্যমে গ্রাহকদের কাছে আরও সহজলভ্য হয়ে উঠেছে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।