বেপজায় ৯৪ জনের চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৫ মে ২০২৩

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা কমপ্লেক্সে ২০টি পদে ৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের দ্রুত আবেদন করার জন্য বলা হচ্ছে। আগামী ৩১ মে (মঙ্গলবার) শেষ হবে আবেদনের সময়।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা কমপ্লেক্স

পদের বিবরণ
jagonews24

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ০১ মে ২০২৩ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩৫ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখ যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর ছিল তারাও আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jobs.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: ১-৪ নং পদের জন্য ৬১২ টাকা, ৫-৮ নং পদের জন্য ৫১২ টাকা, ৯ নং পদের জন্য ৩১২ টাকা, ১০-১৫ নং পদের জন্য ২১২ টাকা, ১৬-২০ নং পদের জন্য ১১২ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩ তারিখ ১১.৫৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: ইত্তেফাক, ০৪ মে ২০২৩

এমআইএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।