রেলওয়েতে ১৫০৫ জনের চাকরি, আবেদন ফি ১০০ টাকা

বাংলাদেশ রেলওয়েতে ‘গেইটকিপার/গেইটম্যান’ পদে ১৫০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের দ্রুত আবেদন করার জন্য বলা হচ্ছে। আগামী ৩১ মে (বুধবার) শেষ হবে আবেদনের সময়।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে
দপ্তরের নাম: প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশল দপ্তর
পদের বিবরণ
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা railwa y.gov.bd এর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা: বেনু রঞ্জন সরকার, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) এবং আহবায়ক বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নম্বর-৬০১, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা অথবা মো. ময়েনুল ইসলাম, উপপ্রধান পরিকল্পনা কর্মকর্তা এবং সদস্যসচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নম্বর-৩০৪, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা।
আবেদন ফি: ১০০ টাকা মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ের অনুকূলে ‘এ চালান’ পদ্ধতিতে ১৫১০৩০১১৩২২৬৭-১১০০০০০০০-১১০০১০০০-১৪২২৩২৬ কোডে তফসিলভুক্ত ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
এমআইএইচ/জিকেএস